শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ০১:০৩ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী দিনে পাট ও বস্ত্র শিল্পে অভূতপূর্ব উন্নতির সাধন হবে : পাট ও বস্ত্রমন্ত্রী

আরিফ হাসান: আগামী দিনে পাট ও বস্ত্র শিল্পে অভূতপূর্ব উন্নতির সাধন হবে বলে মন্তব্যে করেছেন, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

সোমবার বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মন্ত্রী এ মন্তব্যে করেন তিনি।

মন্ত্রী আরো বলেন, এক সময়ে বাংলাদেশের ড্যান্ডিখ্যাত নারায়ণগঞ্জ পাট শিল্পে সুতিকাঘার ছিলো, কালের বিবর্তে সেই সোনালি আশ আজ হুমকির মুখে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝে শুনেই আমাকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, আমি নিষ্ঠার সঙ্গে এই দুটি শিল্প খাতে উন্নতির লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাবো।

উপজেলা পরিষদ নির্বাচন বিষয়ে মন্ত্রী বলেন, জাতীয় সংসদ নির্বাচন গুলোতে যেভাবে সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছিল, এভাবে যদি কাজ করা হয় তাহলে আগামী দিন গুলোতে জাতীয় নির্বাচন থেকে শুরু করে উপজেলা পরিষদ নির্বাচন গুলোতে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়ী হবে। দল থেকে যাকে নৌকা প্রতীকের মনোনয়ন দিবে, তার পক্ষেই সকল নেতাকর্মীকে একযোগে কাজ করতে হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল হাইয়ের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান ভুইয়া, সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমুখ। সম্পাদনা : মুরাদ হাসান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়