শিরোনাম
◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা ◈ হাদিকে হত্যাচেষ্টায় ফয়সালের বাবা-মার স্বীকারোক্তি, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ মেক্সিকো কংগ্রেসে উত্তপ্ত বিতর্কে হাতাহাতি, চুল টানাটানির ভিডিও ভাইরাল ◈ হাদির জন্য দোয়া ও দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ◈ ‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মামলা না থাকলেও গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ০১:০৩ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী দিনে পাট ও বস্ত্র শিল্পে অভূতপূর্ব উন্নতির সাধন হবে : পাট ও বস্ত্রমন্ত্রী

আরিফ হাসান: আগামী দিনে পাট ও বস্ত্র শিল্পে অভূতপূর্ব উন্নতির সাধন হবে বলে মন্তব্যে করেছেন, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

সোমবার বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মন্ত্রী এ মন্তব্যে করেন তিনি।

মন্ত্রী আরো বলেন, এক সময়ে বাংলাদেশের ড্যান্ডিখ্যাত নারায়ণগঞ্জ পাট শিল্পে সুতিকাঘার ছিলো, কালের বিবর্তে সেই সোনালি আশ আজ হুমকির মুখে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝে শুনেই আমাকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, আমি নিষ্ঠার সঙ্গে এই দুটি শিল্প খাতে উন্নতির লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাবো।

উপজেলা পরিষদ নির্বাচন বিষয়ে মন্ত্রী বলেন, জাতীয় সংসদ নির্বাচন গুলোতে যেভাবে সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছিল, এভাবে যদি কাজ করা হয় তাহলে আগামী দিন গুলোতে জাতীয় নির্বাচন থেকে শুরু করে উপজেলা পরিষদ নির্বাচন গুলোতে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়ী হবে। দল থেকে যাকে নৌকা প্রতীকের মনোনয়ন দিবে, তার পক্ষেই সকল নেতাকর্মীকে একযোগে কাজ করতে হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল হাইয়ের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান ভুইয়া, সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমুখ। সম্পাদনা : মুরাদ হাসান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়