শিরোনাম
◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয়

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ০১:০৩ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী দিনে পাট ও বস্ত্র শিল্পে অভূতপূর্ব উন্নতির সাধন হবে : পাট ও বস্ত্রমন্ত্রী

আরিফ হাসান: আগামী দিনে পাট ও বস্ত্র শিল্পে অভূতপূর্ব উন্নতির সাধন হবে বলে মন্তব্যে করেছেন, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

সোমবার বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মন্ত্রী এ মন্তব্যে করেন তিনি।

মন্ত্রী আরো বলেন, এক সময়ে বাংলাদেশের ড্যান্ডিখ্যাত নারায়ণগঞ্জ পাট শিল্পে সুতিকাঘার ছিলো, কালের বিবর্তে সেই সোনালি আশ আজ হুমকির মুখে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝে শুনেই আমাকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, আমি নিষ্ঠার সঙ্গে এই দুটি শিল্প খাতে উন্নতির লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাবো।

উপজেলা পরিষদ নির্বাচন বিষয়ে মন্ত্রী বলেন, জাতীয় সংসদ নির্বাচন গুলোতে যেভাবে সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছিল, এভাবে যদি কাজ করা হয় তাহলে আগামী দিন গুলোতে জাতীয় নির্বাচন থেকে শুরু করে উপজেলা পরিষদ নির্বাচন গুলোতে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়ী হবে। দল থেকে যাকে নৌকা প্রতীকের মনোনয়ন দিবে, তার পক্ষেই সকল নেতাকর্মীকে একযোগে কাজ করতে হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল হাইয়ের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান ভুইয়া, সহ-সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমুখ। সম্পাদনা : মুরাদ হাসান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়