শিরোনাম
◈ রাজধানীর বাজারে কমেছে চালসহ তিন পণ্যের দাম, অস্বস্তি বাড়াচ্ছে সবজি ◈ সমালোচনামূলক কনটেন্ট সরাতে ছয় মাসে গুগলের কাছে অন্তর্বর্তী সরকারের ২৭৯ অনুরোধ ◈ খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুল পাঠালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ দেড় দশকের গোপন ঋণ উদঘাটন: কেন হঠাৎ আকাশছোঁয়া খেলাপি? ◈ সাত দিনে সাত ভূমিকম্প: কাঁপছে দেশ, ভূগর্ভে কী সংকেত দিচ্ছে প্লেটগুলো? ◈ ‘অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচনে অংশ নেবেন’ (ভিডিও) ◈ ডেঙ্গুর টিকা নিয়ে সু-খবর দিল ব্রাজিল  ◈ পাকিস্তানকে বিদায় ক‌রে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে শ্রীলঙ্কা ◈ ঢাকা শহরে এলাকাভিত্তিক বাড়িভাড়া নির্ধারণ করে দেবে ডিএনসিসি! ◈ টঙ্গীতে ৫ দিনের জোড় ইজতেমা শুরু শুক্রবার

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৯, ১২:৩২ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৯, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালি

আবু বকর রায়হান, কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোঃ আবু তাহের।

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম, ফয়জুল ইসলাম ফিরোজ, হাসান বিদ্যুৎ, বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে ক্যাম্পাস গেইটে উপস্থিত হতে থাকে। মিছিল শুরু হওয়ার আগে ছাত্রলীগের নেতাকর্মীরা জয় বাংলা শ্লোগানে মুখরিত করে রাখে ক্যাম্পাস।

উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিল ৪ জানুয়ারী হওয়ার কথা থাকলেও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের মৃত্যুতে শোভাযাত্রার সময়টি পিছিয়ে দেয় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়