শিরোনাম
◈ গভীর রাতে নোয়াখালীর সোনাপুরে বিআরটিসি ডিপোতে ২ বাসে আগুন ◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ১১:১৬ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোপা আমেরিকার আয়োজক হতে চায় আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার ৪৬তম আসর অনুষ্ঠিত হবে চলতি বছরের জুনে ব্রাজিলের মাটিতে। এরই মধ্যে রিও ডি জেনিরোতে হয়ে গেছে এ টুর্নামেন্টের ড্র। লাতিন আমেরিকার ১০ দেশের সঙ্গে আমন্ত্রিত দেশ হিসেবে জায়গা পেয়েছে ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার এবং জাপান। ১২ দলকে তিন গ্রুপে ভাগ করে করা হয়েছে গ্রুপ পর্বের ড্র।

আগামী ১৪ জুন থেকে ব্রাজিলের পাঁচটি শহরে অনুষ্ঠিত হবে এবারের আসর। ৭ জুলাই রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এ টুর্নামেন্ট। ফুটবলের অন্যতম সেরা এই আসরটির আয়োজক হতে চেয়েছে আর্জেন্টিনা। নিজেদের ইচ্ছের কথা জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া। তিনি জানিয়েছেন পরের বছর (২০২০) কোপা আমেরিকার আয়োজক হতে চায় আর্জেন্টিনা। তাতে কিছুটা ভিন্ন ফরম্যাটের টুর্নামেন্ট করা হবে বলেও জানান তাপিয়া। প্রতি বছর কিংবা দুই বছর পর পর এই টুর্নামেন্ট আয়োজন না করে বরং প্রতি চার বছর পর পর এই টুর্নামেন্ট আয়োজন করার দিকেও মনোযোগী হতে বলেছেন তাপিয়া।

তিনি বলেন, কোপা আমেরিকার আসর এবার বসতে যাচ্ছে ব্রাজিলে। আমরা চাই পরের বছর এই আয়োজনে নিজেদের সম্পৃক্ত করতে। এরপর থেকে প্রতি চার বছর পর পর এই টুর্নামেন্ট আয়োজন হলে সবার জন্যই তা ভালো হবে। যেমন ২০২০ সালে আর্জেন্টিনা আয়োজক হলে পরের টুর্নামেন্ট ২০২৪ সালে অন্য কোনো দেশে হবে। এরপর ২০২৮, ২০৩২ এভাবে চলবে। যদিও ২০১৬ সালে আমেরিকা এর আয়োজক ছিল, ২০২০ সালেও তারা আয়োজক হতে চেয়েছে। আমরা তাদের সঙ্গে বসতে চেয়েছি, তাদের অনুরোধ করা হয়েছে ২০২০ সালে আমাদের আয়োজক হতে সুযোগ দেওয়ার জন্য। ২০২০ সালে কোপার আয়োজক হওয়াটা আমাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে নেবে। আমেরিকার সঙ্গে এটা নিয়ে আমরা আলোচনা করবো।

ফুটবল বিশ্বের সবচেয়ে পুরনো এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি ১৫ বার শিরোপা জিতেছে উরুগুয়ে। এছাড়াও ১৪ বার জিতেছে আর্জেন্টিনা। সবশেষ দুই আসরে ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি আর্জেন্টিনার। আর পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে ৮ বার। ২০০৭ সালে কোপা আমেরিকা শিরোপা জয়ের পর থেকে এই শিরোপা আর জেতা হয়নি ব্রাজিলের। এবার ঘরের মাঠে সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ থাকছে তাদের।

আর প্যারাগুয়ে, পেরু ও চিলি জিতেছে দুইবার করে। শেষ দুই আসরের ফাইনালের দুটিতেই আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারিয়ে এই শিরোপা জিতেছে চিলি। এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ থাকছে তাদের।

এবারের কোপা আমেরিকার ড্র:
এ গ্রুপ: ব্রাজিল, পেরু, ভেনেজুয়েলা ও বলিভিয়া
বি গ্রুপ: আর্জেন্টিনা, কাতার, কলম্বিয়া ও প্যারাগুয়ে
সি গ্রুপ: উরুগুয়ে, জাপান, ইকুয়েডর ও চিলি

  • সর্বশেষ
  • জনপ্রিয়