শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ১১:০৬ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নায়িকার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন আলজেরিয় দাঈ!

আল-আমিন : আলজেরিয়ার বিশিষ্ট দাঈ শেখ শামসুদ্দীন আল জাযায়েরিকে বিয়ের প্রস্তাব দিয়ে হইচই সৃষ্টি করে দিলেন আলজেরিয়ার এক নায়িকা। দেশটির প্রভাবশালী টিভি চ্যানেল ‘শামস এফ এম’ এর একটি অনুষ্ঠানে আলোচনা করছিলেন শেখ শামসুদ্দীন আল জাযায়েরি। এমন সময় অনুষ্ঠানস্থলেই যাহিদা সাবিত নামের এক নারী সাংবাদিক আলজেরীয় একজন নায়িকার বিয়ের প্রস্তাবটা শোনান শেখ শাসসুদ্দীন আল জাযায়েরিকে।

অন্যদিকে শেখ এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করে বলেছিলেন যে, ‘তিনি বিয়ে করেছেন এবং তার জীবনে সুখী, তিনি নতুন স্ত্রী খুজঁছেন না’। তবে তিনি সেই নায়িকার হেদায়েত এবং তার জন্য একজন উত্তম স্বামীর দোয়া করেন -যিনি তাকে রক্ষা করবেন বলে কামনা করেন। তিনি তাকে স্বামী খোঁজার আগে তওবা করার এবং গান ছেড়ে দেওয়ারও আহবান জানান।

শেখ বলেন, বহু বছর আগে সংকটের মুখোমুখি হলে তিনি নাঈমা আববাসার মালিকানাধীন একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বসবাসের প্রস্তাব পেয়েছিলেন। তবে তিনি ক্ষমাপ্রার্থনা করেছিলেন এবং এই প্রস্তাবের জন্য ধন্যবাদ জানিয়েছিলেন। বেশ কয়েক বছর এই দাঈ ও নাঈমা আবাবিসা একই ফ্লাইটে করে হজের সফরে যান। মূলত তখন থেকেই নাঈমা আবাবিসা শেখ জাযায়েরি সম্পর্কে জানতে পারেন। সেই সফরটি ছিল দেশটির রাষ্ট্রপ্রধান আবদুল আজীজ সৌজন্যে।

এই পর্বটি প্রচারের কয়েক ঘণ্টা পর নাঈমা আবাবিসা নিজের মুখে বিয়ের বিষয়টি উচ্চারণ করেন এবং বিয়ে আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, তিনি শেখ শামসুদ্দীনকে শ্রদ্ধা করেন, তাকে ও তার পরিবারকেও চেনেন। (সূত্র: আরবি পোস্ট)

  • সর্বশেষ
  • জনপ্রিয়