শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ১১:০৬ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নায়িকার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন আলজেরিয় দাঈ!

আল-আমিন : আলজেরিয়ার বিশিষ্ট দাঈ শেখ শামসুদ্দীন আল জাযায়েরিকে বিয়ের প্রস্তাব দিয়ে হইচই সৃষ্টি করে দিলেন আলজেরিয়ার এক নায়িকা। দেশটির প্রভাবশালী টিভি চ্যানেল ‘শামস এফ এম’ এর একটি অনুষ্ঠানে আলোচনা করছিলেন শেখ শামসুদ্দীন আল জাযায়েরি। এমন সময় অনুষ্ঠানস্থলেই যাহিদা সাবিত নামের এক নারী সাংবাদিক আলজেরীয় একজন নায়িকার বিয়ের প্রস্তাবটা শোনান শেখ শাসসুদ্দীন আল জাযায়েরিকে।

অন্যদিকে শেখ এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করে বলেছিলেন যে, ‘তিনি বিয়ে করেছেন এবং তার জীবনে সুখী, তিনি নতুন স্ত্রী খুজঁছেন না’। তবে তিনি সেই নায়িকার হেদায়েত এবং তার জন্য একজন উত্তম স্বামীর দোয়া করেন -যিনি তাকে রক্ষা করবেন বলে কামনা করেন। তিনি তাকে স্বামী খোঁজার আগে তওবা করার এবং গান ছেড়ে দেওয়ারও আহবান জানান।

শেখ বলেন, বহু বছর আগে সংকটের মুখোমুখি হলে তিনি নাঈমা আববাসার মালিকানাধীন একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বসবাসের প্রস্তাব পেয়েছিলেন। তবে তিনি ক্ষমাপ্রার্থনা করেছিলেন এবং এই প্রস্তাবের জন্য ধন্যবাদ জানিয়েছিলেন। বেশ কয়েক বছর এই দাঈ ও নাঈমা আবাবিসা একই ফ্লাইটে করে হজের সফরে যান। মূলত তখন থেকেই নাঈমা আবাবিসা শেখ জাযায়েরি সম্পর্কে জানতে পারেন। সেই সফরটি ছিল দেশটির রাষ্ট্রপ্রধান আবদুল আজীজ সৌজন্যে।

এই পর্বটি প্রচারের কয়েক ঘণ্টা পর নাঈমা আবাবিসা নিজের মুখে বিয়ের বিষয়টি উচ্চারণ করেন এবং বিয়ে আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, তিনি শেখ শামসুদ্দীনকে শ্রদ্ধা করেন, তাকে ও তার পরিবারকেও চেনেন। (সূত্র: আরবি পোস্ট)

  • সর্বশেষ
  • জনপ্রিয়