শিরোনাম
◈ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ: অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন, যা জানা গেল ◈ ‘সংসদ নির্বাচন পর্যবেক্ষণে হতে পারে ড্রোন ব্যবহার’ ◈ হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: সজীব ওয়াজেদ জয় ◈ এনসিপির কার্যালয়ের সামনে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ◈ জোট বাড়ছে বিএনপির, এনসিপি ও গণঅধিকারের সঙ্গে চলছে সংলাপ ◈ শাশুড়ির ১২ লাখ টাকার কিলারে খুন হন সালমান শাহ! ◈ এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার কা‌ছে সিরিজ হার‌লো ভারত ◈ শ্রম আইন সংশোধন ও গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত অনুমোদন ◈ আমিরাতে আটক বাংলাদেশিদের মুক্তির অনুরোধে চিঠি পাঠাবেন ড. ইউনূস

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ১১:০৬ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নায়িকার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন আলজেরিয় দাঈ!

আল-আমিন : আলজেরিয়ার বিশিষ্ট দাঈ শেখ শামসুদ্দীন আল জাযায়েরিকে বিয়ের প্রস্তাব দিয়ে হইচই সৃষ্টি করে দিলেন আলজেরিয়ার এক নায়িকা। দেশটির প্রভাবশালী টিভি চ্যানেল ‘শামস এফ এম’ এর একটি অনুষ্ঠানে আলোচনা করছিলেন শেখ শামসুদ্দীন আল জাযায়েরি। এমন সময় অনুষ্ঠানস্থলেই যাহিদা সাবিত নামের এক নারী সাংবাদিক আলজেরীয় একজন নায়িকার বিয়ের প্রস্তাবটা শোনান শেখ শাসসুদ্দীন আল জাযায়েরিকে।

অন্যদিকে শেখ এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করে বলেছিলেন যে, ‘তিনি বিয়ে করেছেন এবং তার জীবনে সুখী, তিনি নতুন স্ত্রী খুজঁছেন না’। তবে তিনি সেই নায়িকার হেদায়েত এবং তার জন্য একজন উত্তম স্বামীর দোয়া করেন -যিনি তাকে রক্ষা করবেন বলে কামনা করেন। তিনি তাকে স্বামী খোঁজার আগে তওবা করার এবং গান ছেড়ে দেওয়ারও আহবান জানান।

শেখ বলেন, বহু বছর আগে সংকটের মুখোমুখি হলে তিনি নাঈমা আববাসার মালিকানাধীন একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বসবাসের প্রস্তাব পেয়েছিলেন। তবে তিনি ক্ষমাপ্রার্থনা করেছিলেন এবং এই প্রস্তাবের জন্য ধন্যবাদ জানিয়েছিলেন। বেশ কয়েক বছর এই দাঈ ও নাঈমা আবাবিসা একই ফ্লাইটে করে হজের সফরে যান। মূলত তখন থেকেই নাঈমা আবাবিসা শেখ জাযায়েরি সম্পর্কে জানতে পারেন। সেই সফরটি ছিল দেশটির রাষ্ট্রপ্রধান আবদুল আজীজ সৌজন্যে।

এই পর্বটি প্রচারের কয়েক ঘণ্টা পর নাঈমা আবাবিসা নিজের মুখে বিয়ের বিষয়টি উচ্চারণ করেন এবং বিয়ে আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, তিনি শেখ শামসুদ্দীনকে শ্রদ্ধা করেন, তাকে ও তার পরিবারকেও চেনেন। (সূত্র: আরবি পোস্ট)

  • সর্বশেষ
  • জনপ্রিয়