শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৪১ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধ্যাপক ফাহিমা খাতুন বললেন, রুটিন অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি নিতে হবে

আমিরুল ইসলাম : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন বলেছেন, এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার রুটিনটা যেভাবে করা হয়েছে সেটা মাথায় রেখে সেভাবে প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি শরীরের যতœ নিতে হবে, শরীরটা যেন সুস্থ থাকে।
এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নতুন শিক্ষার্থীদের জন্য শুভেচ্ছা থাকলো। তাদের বলবো তারা যেন সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে এবং প্রশ্নফাঁস হওয়ার প্রত্যাশা না করে, এটার পেছনে না পড়ে থেকে পরীক্ষা দেয়। কারণ এতে কোনো লাভ হয় না। প্রশ্নফাঁস আসলে হয় না। শিক্ষার্থীরা যেটার পেছনে ছুটে সেটা হয়তো ভুল থাকে। এতে সময়টা আরো অনেক বেশি নষ্ট হয়। তার চেয়ে সারাবছর যেভাবে পড়াশোনা করেছে সেভাবে পড়াশোনা করে সুন্দরভাবে পরীক্ষাটা দিক এই প্রত্যাশাই থাকবে।
শেষ সময়ের প্রস্তুতিটা হচ্ছে, পরীক্ষার রুটিনটা দেখে রুটিনটা যেভাবে হয়েছে, যে পরীক্ষার আগে বন্ধ আছে সেটা মাথায় রেখে সেভাবে পড়াশোনা করবে। যে বিষয়ের পরীক্ষার আগে বন্ধ নেই সেটা আগেই পড়ে রাখবে। আর শেষ সময়ের প্রস্তুতি হলো পুনরায় রিভিশন দেয়া। বিভিশন দিতে গিয়ে কোনোটাই বাদ দেয়া যাবে না। আর শরীরটাকে সুস্থ রাখতে হবে। শেষ সময়ে বড় প্রয়োজন শরীরটা সুস্থ রাখা আর রুটিনটা ঠিকভাবে খেয়াল করে যাওয়া। অনেক সময় রুটিন ভুল করে পরীক্ষার্থীরা। প্রতিবছরই কিছু কিছু পরীক্ষার্থী রুটিন ভুল করে। রুটিনটা যেন টিক থাকে, শরীরটা যেন সুস্থ থাকে। আর পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে, যে রুটিন হয়েছে সে রুটিন অনুযায়ী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়