শিরোনাম
◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৪০ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবের রেকর্ড ভাঙা হলো না স্টোকসের

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে ক্যারিবীয়দের বিরুদ্ধে হার দিয়ে টেস্ট সিরিজ শুরু করেছে ইংল্যান্ড। আর দলের ওই হারের দিনেই একটি মাইলফলক ছুঁয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৩৪ রান করে টেস্টে ৩ হাজার রানের মাইলফলক ছুঁলেন তিনি। এর আগে বল হাতে টেস্টে একশ উইকেট নেওয়া আছে তার।

ক্যারিয়ারের ৫০তম টেস্টে এসে এই মাইলফলকটির দেখা পেলেন স্টোকস। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, টেস্টে ৩ হাজার রান ও এক শ উইকেট নেওয়া অলরাউন্ডারদের মধ্যে স্টোকস-ই কি দ্রুততম? আসলে না, এই মাইলফলকের শীর্ষে আছেন সাকিব আল হাসান।

টেস্টে সবচেয়ে কম ম্যাচ খেলে ৩ হাজার রান ও ১০০ উইকেট নেওয়ার তালিকায় স্টোকস চতুর্থ। তিনে আছেন টনি গ্রেগ (৪৯ ম্যাচ) আর দুইয়ে স্যার গারফিল্ড সোবার্স (৪৮)। আর দুই বছর আগে ওয়েলিংটন টেস্টে এই কীর্তি গড়েছিলেন সাকিব। সেই

টেস্টে ২১৭ রানের দুর্দান্ত ইনিংসটি দিয়ে ৩ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন বাংলাদেশের এ তারকা অলরাউন্ডার। তখন সাকিবের উইকেটসংখ্যাও ১৬১। টেস্ট ক্যারিয়ারের ৪৫তম ম্যাচে এসে এই মাইলফলকটি গড়েন সাকিব। আর গত বছর দ্রুততম অলরাউন্ডার হিসেবে ৩ হাজার রান ও ২০০ উইকেট নেওয়ার রেকর্ডও নতুন করে লেখান তিনি।

ব্রিজটাউনে একদম কাটায় কাটায় তিন হাজার রানের মাইলফলক ছুঁয়ে আউট হন স্টোকস। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ‘ডাক’ মারেন তিনি। সাকিব আর স্টোকসের এখানে একটি অদ্ভুত মিল রয়েছে। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে সাকিবও আউট হয়েছিলেন ‘ডাক’ মেরে। আর ম্যাচের ফল? বাংলাদেশের মতো ইংল্যান্ডও তো হারল!

  • সর্বশেষ
  • জনপ্রিয়