শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৪০ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৯, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবের রেকর্ড ভাঙা হলো না স্টোকসের

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে ক্যারিবীয়দের বিরুদ্ধে হার দিয়ে টেস্ট সিরিজ শুরু করেছে ইংল্যান্ড। আর দলের ওই হারের দিনেই একটি মাইলফলক ছুঁয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৩৪ রান করে টেস্টে ৩ হাজার রানের মাইলফলক ছুঁলেন তিনি। এর আগে বল হাতে টেস্টে একশ উইকেট নেওয়া আছে তার।

ক্যারিয়ারের ৫০তম টেস্টে এসে এই মাইলফলকটির দেখা পেলেন স্টোকস। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, টেস্টে ৩ হাজার রান ও এক শ উইকেট নেওয়া অলরাউন্ডারদের মধ্যে স্টোকস-ই কি দ্রুততম? আসলে না, এই মাইলফলকের শীর্ষে আছেন সাকিব আল হাসান।

টেস্টে সবচেয়ে কম ম্যাচ খেলে ৩ হাজার রান ও ১০০ উইকেট নেওয়ার তালিকায় স্টোকস চতুর্থ। তিনে আছেন টনি গ্রেগ (৪৯ ম্যাচ) আর দুইয়ে স্যার গারফিল্ড সোবার্স (৪৮)। আর দুই বছর আগে ওয়েলিংটন টেস্টে এই কীর্তি গড়েছিলেন সাকিব। সেই

টেস্টে ২১৭ রানের দুর্দান্ত ইনিংসটি দিয়ে ৩ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন বাংলাদেশের এ তারকা অলরাউন্ডার। তখন সাকিবের উইকেটসংখ্যাও ১৬১। টেস্ট ক্যারিয়ারের ৪৫তম ম্যাচে এসে এই মাইলফলকটি গড়েন সাকিব। আর গত বছর দ্রুততম অলরাউন্ডার হিসেবে ৩ হাজার রান ও ২০০ উইকেট নেওয়ার রেকর্ডও নতুন করে লেখান তিনি।

ব্রিজটাউনে একদম কাটায় কাটায় তিন হাজার রানের মাইলফলক ছুঁয়ে আউট হন স্টোকস। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ‘ডাক’ মারেন তিনি। সাকিব আর স্টোকসের এখানে একটি অদ্ভুত মিল রয়েছে। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে সাকিবও আউট হয়েছিলেন ‘ডাক’ মেরে। আর ম্যাচের ফল? বাংলাদেশের মতো ইংল্যান্ডও তো হারল!

  • সর্বশেষ
  • জনপ্রিয়