রফিক আহমেদ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ঢাকা -৮ আসনে ১৪ দলের প্রার্থী রাশেদ খান মেনন ভোটারদের আওয়ামী লীগের ওপর ভরসা রাখার আহ্বান জানিয়ে বলেছেন, দেশে ভোটের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মানুষ ভীত নয়, বিরোধী দলের প্রার্থীরাই ভীত। তারা যে অন্যায় করেছে, সেজন্য তাদের জেলে যেতে হয় কিনা সেই ভয়ে তারা মাঠে নামছে না।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শান্তিনগর বাজারে নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনি প্রচারণায় তিনি এসব কথা বলেন।
ওয়ার্কার্স পার্টির সভাপতি শান্তিনগর বাজার সমিতি ও দোকানদারদের সুউচ্চ ভবন নির্মাণে প্রতিশ্রুতি দেন। ‘যা যা করতে চেয়েছিলাম সময় স্বল্পতার কারণে অনেক কিছু সম্ভব হয়নি। এবার আপনাদের ভোটে জয়ী হলে বাকি কাজগুলো করবো।