শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৮, ০৪:২২ সকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৮, ০৪:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. কামাল, আপনার কি কিছুই মনে পড়ছে না?

প্রতীক ইজাজ : জোটে যুদ্ধাপরাধীদের রাখবেন। নির্বাচনে অযোগ্য যুদ্ধাপরাধী দল জামায়াতে ইসলামীকে রাখবেন। আবার ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীদের বিচারের ঘোষণাও দেবেন। এটা স্ববিরোধীতা হলো না, ড. কামাল হোসেন?

একবার ভাবুন, আপনি মুক্তিযুদ্ধের চেতনা সম্বলিত সংবিধান প্রণেতাদের একজন। জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠজন ছিলেন। এখন সেই আপনি সেই স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীকে নিয়ে নির্বাচন করছেন। তাদের ধানের শীষ প্রতীক দিয়েছেন। খারাপ লাগছে না আপনার? নাকি এই বোধটুকুও নেই।

স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীকে নিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন। কীভাবে পারবেন যে দল একাত্তরে সরাসরি এই স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছে, নির্বিচারে আপনার স্বজন দেশের মুক্তিকামী মানুষকে হত্যা করেছে, ধর্ষণ করেছে; সেই ঘাতকদের নিয়ে স্বাধীন বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার এই দেশে রাষ্ট্র চালাতে? আপনার কি একটুও খারাপ লাগছে না? এক্ত্তারের দিনগুলো, স্বাধীনতার উত্তর জামায়াতে ইসলামীর রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র তা-ব মুক্তমনা মানুষগুলোর ওপর নির্যাতন, জঙ্গি তৎরতা- এসব কি কিছুই মনে পড়ছে না? যটুকু ছিল আপনার, শেষবেলায় সেটুকুও বিসর্জন দিলেন। কি রইলো জীবনের?

আমরা কিন্তু স্বাধীনতার পক্ষে এখনো অটুট। স্বাধীনতার পক্ষের শক্তির পক্ষে ঐক্যবদ্ধ। এক। এই দেশ কিছুতেই স্বাধীনতাবিরোধীদের হাতে চলে যেতে দেব না। দেওয়া যায় না। ফেসবুক থেকে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়