মহিব আল হাসান : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারের তারকাদের অংশগ্রহণ চোখে পড়ার মতোন। অনেক তারকারা দলের জন্য প্রচার-প্রচারণা করে যাচ্ছেন। আবার বেশকিছু তারকারা নির্বাচনের নিরপেক্ষতা বজায় রেখে দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য স্যোশাল মিডিয়া কিংবা গণমাধ্যমে তাদের ব্যক্তিগত অভিব্যাক্তি প্রকাশ করছেন। নির্বাচনের ভাবনা নিয়ে আমাদের সময় ডটকমের সাথে কথা বলেন অভিনেত্রী নুশরাত ইমরোজ তিশা, চিত্রনায়িকা পপি ও সঙ্গীত শিল্পী শফিন আহমেদ।
অভিনেত্রী নুশরাত ইমরোজ তিশা একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মন্তব্য করে বলেন, আমি কোনও রাজনৈতিক দলের না। আর কোন দলের হতেও চাই না। দেশে প্রধান দুই দলের হয়েও কিছু বলছি না। শুধু এতটুকু বলবো দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচনে যে দলকে যোগ্য মনে করবেন তাকেই ভোট দিবেন। শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ তার যোগ্য নেতৃত্ব খুঁজে নিবে এই প্রত্যাশা তিশার।
চিত্রনায়িকা পপি নির্বাচন নিয়ে বলেন, ‘রাজনীতির মানুষ আমি নয়। তাই রাজনীতি নিয়ে আমার কিছু বলার নেই। তবে সুষ্ঠু নির্বাচন হোক আমি এটা প্রত্যাশা করি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। নির্বাচনে যারা নির্বাচিত হবেন তাদের বাধ্যতামূলক জবাবদিহি থাকা উচিত। সৎ ও নিষ্ঠাবান মানুষ যখন দলনেতা হবেন তখন দেশ এমনিতেই উন্নয়নের দিকে যাবে। নাটক, টেলিছবি, ছবি সংস্কৃতিরই একটি অংশ। যারাই ক্ষমতায় আসুক, আমাদের শোবিজাঙ্গনের দিকে যেন বিশেষ নজর দেন- এটাই প্রত্যাশা করি’।
সঙ্গীত শিল্পী শফিন আহমেদ, আমি বরাবরই প্রত্যাশা করি নির্বাচন সুষ্ঠু হোক। কিন্তু সুষ্ঠুতা দেখা যাবে নির্বাচন শুরু হলে। আমি যেহেতু গানের মানুষ সেহতেু নির্বাচন নিয়ে এর বাহিরে কিছু বলতে পারি না। তবে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের দলের ইশতেহারে শোবিজাঙ্গন নিয়ে অনেক বিষয় রাখা উচিত বলে মনে করি। যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তারা যেন তারা যেন শোবিজ নিয়ে ভাবেন।
নির্বাচন শেষে যে দল বিজয়ী হবেন তাদের প্রতি আমার প্রত্যাশা থাকবে আমাদের দেশীয় সংস্কৃতির কথা যেন তারা মনেপ্রাণে ভাবেন। পাশাপাশি দেশের মানুষ যেন অর্থনৈতিকভাবে মুক্তি পায় সে বিষয়টি অবশ্যই দেখতে হবে।