শিরোনাম
◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৮, ০৬:৪৬ সকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৮, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা-চাঁদপুর, ফেনী, লক্ষীপুর ও নোয়াখালীতে বিজিবি মোতায়েন

মাহফুজ নান্টু : আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বৃহত্তর কুমিল্লায় বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছ। বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা সেক্টর কমান্ডার মো. আমিরুল ইসলাম শিকদার।

বিজিবি কুমিল্লা সদর সেক্টর কমান্ডার কর্নেল আমিরুল ইসলাম শিকদার জানান, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ সুস্থু ও নিরপেক্ষ নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কুমিল্লা সেক্টরের অধীন, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, ব্রাহ্মনবাড়ীয়া ও চাঁদপুরে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে ।

কত প্লাটুন বা কতজন সদস্য মোতায়েন করা হয়েছে এমন প্রশ্নের উত্তরে সেক্টর কমান্ডার মোঃ আমিরুল ইসলাম শিকদার জানান, আসলে এ মুহূর্তে ঠিক পর্যাপ্ত সংখ্যক সদস্য বলতে পারি।কারণ মাঠে যারা থাকবেন তাদের সাথে ব্যাক আপ ফোর্স থাকবে। এছাড়াও সেক্টরের অধীন প্রত্যেকটা ব্যাটালিয়নকে নির্দেশ দেয়া আছে যদি কোথাও অতিরিক্ত গণ্ডগোল বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয় সেক্ষেত্রে নিয়মিত টহল ফোর্সকে সহযোগিতা করতে রিজার্ভ ফোর্স রাখার জন্য।

এদিকে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. আবুল ফজল মীর জানান, আসন্ন একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য চেয়েছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ল্যাঃকর্ণেল আবু মোহাম্মদ মহিউদ্দিনের সাথে সমন্বয় করেছি।এছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে কোর কমিটির সভা করে সিভিল প্রশাসনকে নির্বাচনে সহযোগিতা করার আহবান জানিয়েছি। আশা করি সকলের সহযোগিতায় আমরা একটি অবাধ সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচন উপহার দিতে পারবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়