শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৮, ০৬:৪৬ সকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৮, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা-চাঁদপুর, ফেনী, লক্ষীপুর ও নোয়াখালীতে বিজিবি মোতায়েন

মাহফুজ নান্টু : আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্ট্রাইকিং ফোর্স হিসেবে বৃহত্তর কুমিল্লায় বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছ। বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা সেক্টর কমান্ডার মো. আমিরুল ইসলাম শিকদার।

বিজিবি কুমিল্লা সদর সেক্টর কমান্ডার কর্নেল আমিরুল ইসলাম শিকদার জানান, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ সুস্থু ও নিরপেক্ষ নির্বাচনে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কুমিল্লা সেক্টরের অধীন, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, ব্রাহ্মনবাড়ীয়া ও চাঁদপুরে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে ।

কত প্লাটুন বা কতজন সদস্য মোতায়েন করা হয়েছে এমন প্রশ্নের উত্তরে সেক্টর কমান্ডার মোঃ আমিরুল ইসলাম শিকদার জানান, আসলে এ মুহূর্তে ঠিক পর্যাপ্ত সংখ্যক সদস্য বলতে পারি।কারণ মাঠে যারা থাকবেন তাদের সাথে ব্যাক আপ ফোর্স থাকবে। এছাড়াও সেক্টরের অধীন প্রত্যেকটা ব্যাটালিয়নকে নির্দেশ দেয়া আছে যদি কোথাও অতিরিক্ত গণ্ডগোল বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয় সেক্ষেত্রে নিয়মিত টহল ফোর্সকে সহযোগিতা করতে রিজার্ভ ফোর্স রাখার জন্য।

এদিকে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. আবুল ফজল মীর জানান, আসন্ন একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য চেয়েছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ল্যাঃকর্ণেল আবু মোহাম্মদ মহিউদ্দিনের সাথে সমন্বয় করেছি।এছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে কোর কমিটির সভা করে সিভিল প্রশাসনকে নির্বাচনে সহযোগিতা করার আহবান জানিয়েছি। আশা করি সকলের সহযোগিতায় আমরা একটি অবাধ সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচন উপহার দিতে পারবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়