শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০১৮, ০২:৫৪ রাত
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০১৮, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. কামাল আদর্শ বিসর্জন দিয়ে বিএনপি-জামাতের পাহারাদার হয়েছেন : মেনন

রফিক আহমেদ : ড. কামাল হোসেন তার সারাজীবনের নীতি-আদর্শ বিসর্জন দিয়ে এখন বিএনপি-জামাতের পাহারাদার হয়েছেন। সোমবার সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের সঙ্গে গণসংযোগের সময় তিনি এ কথা বলেন।

মেনন বলেন, ঐক্যের বিষয়ে ইলেকশনের যে সমঝোতা হয়েছে তা বাস্তবায়নের জন্য সারাদেশে ড. কামাল হোসেন মরীয়া হয়ে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু এ দেশের জনগণ এ ধরনের মৌসুমী রাজনীতিবিদদেরকে আগেও গ্রহণ করে নাই এখনও করবে না।

মেনন ডাক্তারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নৌকার পক্ষে ভোট চান। ব্যাপক সংখ্যক ডাক্তাররাও নৌকার পক্ষে কাজ করার অঙ্গিকার করেন। তার সঙ্গে ছিলেন সাবেক সংসদ ও বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম নাসির উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আবু ইউসুফ ফকির ও স্বাচিপ নেতা ডা. আলাউদ্দিন প্রমুখ।

তিনি বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা বিশ^বিদ্যালয়ের কলা অনুষদ ও বিজ্ঞান অনুষদের শিক্ষকদের সাথে গণসংযোগ ও মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন, অধ্যাপক মেজবাহ কামাল, প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী, সহযোগী অধ্যাপক খায়রুল ইসলাম চৌধুরী রূপম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়