শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৮, ১০:৩২ দুপুর
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৮, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নির্বাচনী ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে’

মারুফুল আলম : সাবেক রাষ্ট্রদূত ও কূটনৈতিক বিশ্লেষক এম হুমায়ুন কবির বলেছেন, সব ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি হলেও নির্বাচন ব্যবস্থায় এখনো অসাধারণ ঘাটতির রয়েছে। বুধবার চ্যানেল আই তৃতীয় মাত্রায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘদিন পরে ক্ষমতাসীন সরকারের আওতায় নির্বাচন হচ্ছে। এই নির্বাচন সুষ্ঠু হলে সরকারের ভাবমূর্তির জন্য একটি ইতিবাচক জায়গা তৈরি হবে। কাজেই যে কোনো কারণেই যদি নির্বাচনটা প্রশ্নের মুখে পড়ে তাহলে সরকারের কাঁধেই কিন্তু দায়টা যাবে। একটি নির্বাচন সুন্দরভাবে শেষ করতে নির্বাচন কমিশনসহ সব অংশকেই সমানে দায়িত্ব পালন করতে হবে। সবশেষে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়ে তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবে যে কাকে তারা সরকার পরিচালনার দায়িত্ব দেবে। একটি অংশও যদি সমানে না চলে জটিলতার আশংকা থেকে যায়।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধ একটি ইনোসেন্ট লড়াই ছিলো। যারা প্রাণ দিচ্ছিলেন তারা এটাই চেয়েছিলেন যে, আমি প্রাণ দিয়েও যাতে দেশটা স্বাধীন হয়। সেজন্যই কিন্তু লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছে। কাজেই আমাদের একটি ডিসেন্ট সোসাইটির জন্য কাজ করতে হবে। ডায়নামিক তো আমরা আছিই। যতই ব্যাখ্যা দিইনা কেনো শেষ পর্যন্ত কিন্তু আমাদেরকে ডিসেন্ট হতেই হবে।

সাবেক রাষ্ট্রদূত বলেন, সংঘাত কারো বন্ধু নয়। সংঘাত আমাদের জন্য চিন্তার কারণ। সংঘাত একটি নির্বাচন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। নির্বাচন কমিশন বলেন বা সরকার বলেন তাদেরকে কিন্তু এ বিষয়ের উপর বিশেষভাবে গুরুত্ব দেয়া দরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়