রাশিদ রিয়াজ : নাসা’র ‘ইনসাইট রোভার’ ৩৪ মিলিয়ন মাইল দূর থেকে এই প্রথমবারের মত মঙ্গলের ছবি পাঠিয়েছে। এধরনের ছবি তুলতে নাসা’র ‘ইনসাইট রোভার’ তার রোবোটিক হাত ব্যবহার করে। ১১টি ভিন্ন ধরনের ছবি তোলে রোভারটি। এ রোভারটি বানাতে খরচ হয়েছে ৬৬০ মিলিয়ন পাউন্ড। এর রোবটিক বাহুগুলো আড়াই মিটার লম্বা। দি সান
আগামী দুই বছর ধরে এ রোভার মঙ্গলের আরো ছবি পাঠাবে। তবে পুরো রোভারটি একটি টেবিল পিংপং বল খেলার টেবিলের চেয়ে বড় নয়। বিভিন্ন আয়তন ও কৌনিক অবস্থান থেকে রোভার ছবি তুলছে। এপর্যন্ত ৫২টি ছবি পাঠিয়েছে রোভার। এধরনের ছবি মঙ্গল গ্রহ ঘিরে যত মিশন পরিচালিত হচ্ছে তাকে ব্যাপক সহায়তা করবে।