শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০১৮, ১২:১৪ দুপুর
আপডেট : ৩০ অক্টোবর, ২০১৮, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্নীতি করলে সাজা পেতেই হবে: ইকবাল মাহমুদ

এস এম এ কালাম: 'আমরা মামলার কাগজপত্র দেখি, রাজনীতি দেখি না। দুর্নীতির বিচারে কোন রাজনীতি নেই। দুর্নীতি করলে সাজা পেতেই হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রীর ও বিএনপির চেয়ারপারশন বেগম খালেদা জিয়ার রায়ের প্রতিক্রিয়া তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দুদক মামলা করেছে, দুদকের প্রসিকিউশন টিম মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে সন্দেহাতীতভাবে এবং বিজ্ঞ আদালত তার নিজের বিবেচনায় রায় দিয়েছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, দুর্নীতি করলে, তদন্ত হবে তদন্তে প্রমাণিত হলে আদালতে সোর্পদ করা হবে এবং আদালত তার বিবেচনায় রায় দিবেন।

এই রায়ে দুদক সন্তোষ প্রকাশ করেছে কি না এমন প্রশ্নের জবাবে সংস্থাটির চেয়ারম্যান বলেন, রায়ে দুদকের সন্তোষ্ট বা অসন্তোষের কোন জায়গা নেই। এ ব্যাপারে আমি বললাম তো বিজ্ঞ আদালত সাক্ষী সাপেক্ষে, প্রসিকিউশন টিমের সাক্ষী দেখে সে বিবেচনায় রায় দিয়েছে।

এর আগে গতকাল দুপুরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চার আসামিকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেয় আদালত। এছাড়া প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরো ছয় মাস কারাভোগ করতে হবে। পুরনো কেন্দ্রীয় কারাগারের ভেতরে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন। সম্পাদনা: মাহবুব আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়