শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০১৮, ০২:০৬ রাত
আপডেট : ২৭ অক্টোবর, ২০১৮, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুব শিগগিরই পাকিস্তান অন্যদেশকে ঋণ দেবে: ইমরান

আসনাত চৌধুরী রিভা : সৌদিআরব পাকিস্তানকে আর্থিক সহায়তা সহায়তা প্রদানের সম্মতি জানানোর পর মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, সৌদি আরবের প্রদেয় অর্থ পাকিস্তানের উপর অর্থের চাপ নিরসন করবে।

ইমরান খান বলেন, সেই দিন খুব বেশি দূরে নয় যখন পাকিস্তান অন্যান্য দেশ থেকে ঋণ নেওয়ার পরিবর্তে ঋণ দেবে, আল্লাহ আমাদের সবার উপর সহায় হউন।
সৌদি আরবের সহযোগিতার প্রশংসা করে ইমরান বলেন, সৌদি আরবের আর্থিক সহায়তা পাকিস্তানকে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) সঙ্গে ঋণের বিষয় নিয়ে দরকষাকষি করার সুযোগ করে দেবে।

সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুলআজিজের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সাক্ষাৎ করে মঙ্গলবার আর্থিক চুক্তির ঘোষণা দেন। পাকিস্তানকে ৩ বিলিয়ন মার্কিন ডলার অর্থ প্রদান ও ঋণের পাশাপাশি এক বছরের জন্য বৈদেশিক মুদ্রা সহ আরও ৩ বিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব।
ইমরান বলেন, পাকিস্তান ঋণের বোঝায় এমনভাবে নূব্জ্য হয়ে পড়েছে, যা তাদের কাটিয়ে উঠতে আরও বেশ কিছুটা সময় লাগবে। আগামী কয়েক বছরে পাকিস্তান আরও শক্তিশালী এবং সমৃদ্ধ দেশ হিসেবে আবির্ভূত হবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।

তিনি আরও দুটি “বন্ধু দেশ” থেকে আর্থিক সহায়তা পাওয়ার ইঙ্গিত দেন। ইমরান এই মাসের শেষে মালয়েশিয়া এবং নভেম্বরের ৩ তারিখে চায়না সফর করবে বলে জানান।
পাকিস্তানের ঋণ ২০০৮ সালে ৬ লাখ কোটি রুপি যা ২০১৮ সালে এসে দাঁড়িয়েছে ৩০ লাখ কোটি রুপি । ইয়ন

  • সর্বশেষ
  • জনপ্রিয়