শিরোনাম
◈ পোস্টাল ভোটিংয়ের ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে যে বার্তা দিলেন সিইসি ◈ জাতি কখনো দিশেহারা হলে জুলাই জাদুঘরে পথ খুঁজে পাবে: প্রধান উপদেষ্টা  ◈ যে দুই দেশ ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল ◈ থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের ◈ আমরা যদি একসঙ্গে ঐক্যবদ্ধ থাকি সকলের মিলে সমস্যার সমাধান করতে পারবো : তারেক রহমান ◈ জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির (ভিডিও) ◈ সেহরি ও ইফতারের সময়সূচি জানাল ইসলামিক ফাউন্ডেশন ◈ ঢাকার ১৩টি আসনে দুপুর পর্যন্ত ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত‍্যাহার ◈ ভোটকেন্দ্র নজরদারিতে সিসিটিভি: ৭২ কোটি টাকার বিশেষ বরাদ্দ ◈ চ্যাম্পিয়ন্স লিগে রাতে লড়াই‌য়ে নামছে আর্সেনাল, রিয়াল মাদ্রিদ, পিএসজি ও ইন্টার মিলান

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০১৮, ০২:০৬ রাত
আপডেট : ২৭ অক্টোবর, ২০১৮, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুব শিগগিরই পাকিস্তান অন্যদেশকে ঋণ দেবে: ইমরান

আসনাত চৌধুরী রিভা : সৌদিআরব পাকিস্তানকে আর্থিক সহায়তা সহায়তা প্রদানের সম্মতি জানানোর পর মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, সৌদি আরবের প্রদেয় অর্থ পাকিস্তানের উপর অর্থের চাপ নিরসন করবে।

ইমরান খান বলেন, সেই দিন খুব বেশি দূরে নয় যখন পাকিস্তান অন্যান্য দেশ থেকে ঋণ নেওয়ার পরিবর্তে ঋণ দেবে, আল্লাহ আমাদের সবার উপর সহায় হউন।
সৌদি আরবের সহযোগিতার প্রশংসা করে ইমরান বলেন, সৌদি আরবের আর্থিক সহায়তা পাকিস্তানকে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) সঙ্গে ঋণের বিষয় নিয়ে দরকষাকষি করার সুযোগ করে দেবে।

সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুলআজিজের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সাক্ষাৎ করে মঙ্গলবার আর্থিক চুক্তির ঘোষণা দেন। পাকিস্তানকে ৩ বিলিয়ন মার্কিন ডলার অর্থ প্রদান ও ঋণের পাশাপাশি এক বছরের জন্য বৈদেশিক মুদ্রা সহ আরও ৩ বিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব।
ইমরান বলেন, পাকিস্তান ঋণের বোঝায় এমনভাবে নূব্জ্য হয়ে পড়েছে, যা তাদের কাটিয়ে উঠতে আরও বেশ কিছুটা সময় লাগবে। আগামী কয়েক বছরে পাকিস্তান আরও শক্তিশালী এবং সমৃদ্ধ দেশ হিসেবে আবির্ভূত হবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।

তিনি আরও দুটি “বন্ধু দেশ” থেকে আর্থিক সহায়তা পাওয়ার ইঙ্গিত দেন। ইমরান এই মাসের শেষে মালয়েশিয়া এবং নভেম্বরের ৩ তারিখে চায়না সফর করবে বলে জানান।
পাকিস্তানের ঋণ ২০০৮ সালে ৬ লাখ কোটি রুপি যা ২০১৮ সালে এসে দাঁড়িয়েছে ৩০ লাখ কোটি রুপি । ইয়ন

  • সর্বশেষ
  • জনপ্রিয়