শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০১৮, ০২:০৭ রাত
আপডেট : ১৭ অক্টোবর, ২০১৮, ০২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়াল মাদ্রিদ নিয়ে ভাবছেন না হ্যারি কেইন

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা ইংল্যান্ডের সেরা তারকা হ্যারি কেইনের দিকে চোখ রেখেছিল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল ছেড়ে ইতালির ক্লাব জুভেন্টাসে চলে যাওয়ায় আক্রমণভাগের পজিশনটি পূরণে মরিয়া স্প্যানিশ জায়ান্টরা। চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলটি পিএসজির নেইমার, কাভানি, এমবাপে, চেলসির এডেন হ্যাজার্ডদের মতো তারকাদের ক্লাবে ভেড়াতে প্রস্তুত ছিল। সেই তালিকায় ছিলেন ইংলিশ লিগের ক্লাব টটেনহ্যামে খেলা হ্যারি কেইন।

তবে, আপাতত স্পেনের কোনো ক্লাবে খেলার ইচ্ছে নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ইংলিশ এই তারকা। গত রাতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল স্বাগতিক স্পেন। ম্যাচে ৩-২ গোলে হেরেছে স্প্যানিশরা। তবে, এই ম্যাচে গোল পাননি ইংলিশদের প্রাণভোমরা হ্যারি কেইন।

স্পেনের বিপক্ষে গত মাসে ঘরের মাঠে হারতে হয়েছিল ইংল্যান্ডকে। এবার তাদেরই মাঠে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে হ্যারি কেইনের দল। তাতে ১৫ বছর পর ঘরের মাঠে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে হেরেছে স্পেন। ২০০৩ সালে গ্রিসের কাছে হারের পর ৩৮ ম্যাচ অপরাজিত ছিল তারা। এদিকে, ৩১ বছর পর স্পেনের মাঠে প্রথম জয়ের দেখা পায় ইংল্যান্ড।

ম্যাচের পর ইংলিশ দলপতি হ্যারি কেইনের কাছে স্প্যানিশ সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল কখনো স্পেনের দলে খেলবেন কী না, বিশেষ করে রিয়াল মাদ্রিদে? এমন প্রশ্নে ছোটো করে নিজের ইচ্ছের কথা জানিয়ে দিয়েছেন। তিনি জানিয়ে দেন, ‘দু:খিত, আজ এই উত্তর নয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়