শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৪, ০৪:২৩ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৪, ০৪:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা নেপাল সফরে গিয়ে বিপাকে, আইসিসিতে অভিযোগ

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ এ’ দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপাল সফরে রয়েছে। এ’ দল হলেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতির ভাবনায় রস্টন চেইসের নেতৃত্বে আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লসের নিয়ে শক্তিশালী দল পাঠিয়েছে ক্রিকেট উইন্ডিজ। টেস্ট খেলুড়ে কোনো দলের এটাই প্রথম নেপাল সফর। তবে নেপালে গিয়ে বিপাকে পড়েছেন দলটি। 

বৃহস্পতিবার সফরকারীরা নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছায়। বিমানবন্দরে ক্যারিবীয় ক্রিকেটারদের স্বাগত জানানোর জন্য নেপালের ক্রিকেট বোর্ডের কোনো কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন না। ক্রিকেটারদের ভারী ব্যাগগুলো বিমানবন্দরের কনভেয়র বেল্ট থেকে গাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থাও ছিল না। ক্রিকেটাররা নিজেরা নিজেদের ব্যাগ বয়ে নিয়ে বিমানবন্দরের বাইরে আসেন।

ক্রিকেটারদের বহনের জন্য ব্যবস্থা করা হয়েছিল সাধারণ একটি বাস। সেখানে গাদাগাদি করে উঠতে হয় ক্রিকেটার, কোচ এবং সাপোর্ট স্টাফদের। সঙ্গে নিতে পারেননি ব্যাগ এবং ক্রিকেট সরঞ্জাম। একটি ট্রাকে সেগুলি তুলতে হয় ক্রিকেটারদেরই।

নেপাল সফরের শুরুতে এমন হয়রানীর শিকার হয়ে ক্ষুব্ধ উইন্ডিজ ক্রিকেট বোর্ড। নেপাল ক্রিকেট বোর্ডকে ক্ষোভের কথা জানিয়েছে তারা। অভিযোগ জানানো হয়েছে আইসিসিতে। 

দেশের ক্রিকেটের উন্নতির স্বার্থে প্রথম সারির দলগুলোর বিপক্ষে খেলার সুযোগের আবেদন জানিয়েছিল নেপাল। কিন্তু উইন্ডিজ এ’ দলের সঙ্গে তাদের এই আচরণের পর নেপালে কোনো ক্রিকেট বোর্ড দল পাঠাবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। 

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়