শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০১৮, ০৪:৫৯ সকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০১৮, ০৪:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পুতিন একজন খুনি!’

আসিফুজ্জামান পৃথিল : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন খুব সম্ভবত একজন খুনি! তিনি বিভিন্ন দেশে গুপ্তহত্যার সাথে জড়িত। তবে যুক্তরাষ্ট্রে কোন গুপ্তহত্যার সঙ্গে পুতিন জড়িত নন। একটি টেলিভিশনকে দেয়া স্বাক্ষাৎকারে এ বিষ্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই স্বাক্ষাৎকারে তিনি ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের জন্য চীন এবং রাশিয়াকে দায়ী করেছেন।

সিবিএস টেলিভিশনে ‘সিক্সটি মিনিটিস’ অনুষ্ঠানে ট্রাম্প উত্তর কোরিয়া, রাশিয়া ও চীনের সাথে সম্পর্ক এবং নিজের ডানপন্থি কর্মী ও মন্ত্রীপরিষদ নিয়ে কথা বলেন। ট্রাম্প পুতিনের সমালোচনার বিষয়ে অতিরিক্ত সতর্ক এ অভিযোগের প্রেক্ষিতে করা প্রশ্নের জবাবে ট্রাম্প এ অভিযোগ সম্পূর্ণ প্রত্যাক্ষান করেন। ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, আমি ব্যাক্তিগতভাবে তার ব্যাপারে যথেষ্ট কঠোর। আমি তার সঙ্গে বৈঠকও করেছি। এটি খুবই কঠিন বৈঠক ছিলো।’ পুতিনের গুপ্তহত্যা করা উচিত কিনা এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘অবশ্যই তার এটা করা উচিত না।’

পুতিনের বিরুদ্ধে সমালোচনা করেন না এ অভিযোগের প্রেক্ষিতে ট্রাম্প বলেন, ‘আমি সমালোচনা করি নি? আমি সে ব্যাক্তি যে ইউক্রেনকে আক্রমণাত্বক অস্ত্র আর ট্যাঙ্ক বিদ্ধংশি অস্ত্র দিয়েছে। ওবামা দেন নি। আপনি জানেন তিনি কি দিয়েছেন? তিনি বালিশ এবং কম্বল পাঠিয়েছেন। তিনি রাশিয়াকে ইউক্রেনের একটি অংশ কেড়ে নিতে দিয়েছেন।’

ট্রাম্প মার্কিন নির্বাচনে হস্তক্ষেপে রাশিয়া জড়িত কিনা এ প্রশ্নের জবাবে বলেন, ‘তারা হস্তক্ষেপ করেছে। আমি মনে করি চীনও করেছে।’ উত্তর কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের আলোচনাকে অসাধারণ অর্জন বলে অভিহিত করেন ট্রাম্প। তিনি মনে করেন উত্তর কোরিয়ার সঙ্গে তিনি যুদ্ধে যাচ্ছিলেন। কিন্তু তারা বিচক্ষণতার সঙ্গে সে ঝুঁকি এড়িয়েছেন। সিবিএস, সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়