শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০১৮, ০৭:২৯ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০১৮, ০৭:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপম্যানের ভিক্ষাবৃত্তি জীবন (ভিডিও)

হ্যাপি আক্তার : হাত পেতে ভিক্ষা নেওয়া এক বৃদ্ধের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। যার পরিচয় রীতিমতো চমকে দেওয়ার মতো। তিনি হলেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপম্যান কাজী হারুন।

১৯৮৯ সালে ‘বেদের মেয়ে জোসনা’ ছবিতে মেকআপম্যানের কাজ করে প্রশংসিত হন কাজী হারুন। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘হৃদয় থেকে হৃদয়’ ছবিতে কাজের জন্য তিনি পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ ছাড়া অন্য জীবন, শঙ্খমালা, গোলাপী এখন ঢাকা, জীবন সংসারসহ শতাধিক ছবিতে কাজ করেছেন তিনি। বর্তমানে ভিক্ষা করে জীবন চালাচ্ছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই মেকআপম্যান।

স্ট্রোক করার পর এক পা অসাড় হয়ে যায় ও হারান বাকশক্তি । এরপর এক প্রকার বাধ্য হয়েই ভিক্ষাবৃত্তিতে নামেন তিনি।

জানা যায়, কাজী হারুনের বিষয়টি নিয়ে বেশ আগে থেকেই অবগত বাংলাদেশ চলচ্চিত্র মেকআপম্যান সমিতি। বেশ কয়েকবার তাকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে দাবি সমিতির সভাপতি শামসুল ইসলামের।

কাজী হারুনের অসুস্থতা সম্পর্কে তার স্ত্রী মহুয়া আকতার বলেন, ‘২০০৯ সালে গাজীপুরের হোতাপাড়া থেকে একটি সিনেমার শুটিং শেষ করে বাড়ি ফেরেন। তারপর বাথরুমে যাওয়ার পর তিনি নিচে পড়ে যান। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর ডাক্তার জানায় ব্রেন স্ট্রোক করেছেন। প্রায় তিন মাস হাসপাতালে থাকতে হয়েছে। বাড়িতে যে জমানো টাকা ছিল, সব খরচ হয় হাসপাতালে। এখনো তিনি ঠিকমতো কথা বলতে পারেন না। শরীরের ডান পাশটা প্রায় কাজ করে না বললেই চলে। এছাড়া মেয়ের বিয়ের সময় জাতীয় পুরস্কার হিসেবে প্রাপ্ত সোনার মেডেল বিক্রি করে দিতে হয় তাকে’। সূত্র : এনটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়