শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৯ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবহাওয়া ও নদনদীর নির্ভরযোগ্য তথ্য কৃষকের কাছে পৌঁছানোর উদ্যোগ

মতিনুজ্জামান মিটু : জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশে এই প্রথম আবহাওয়া ও নদনদীর সামগ্রিক অবস্থার উন্নত এবং নির্ভরযোগ্য তথ্য কৃষকের কাছে পৌঁছানোর উদ্যোগ নেয়া হয়েছে।এ লক্ষে বাস্তবায়ন করা হচ্ছে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প।আনুসঙ্গিক কাজ শেষে আগামী মার্চ এপ্রিলে শুরু হবে এ প্রকল্পের তৃণমূল পর্যায়ের কাজ। প্রকল্পের উদ্যেগে সংশ্লিষ্ট কৃষি গবেষণা ইনস্টিটিউটগুলোর সঙ্গে ডিএই (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর) এর সমঝোতা চুক্তিও স্বাক্ষর হয়েছে। সম্প্রতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ মহসীনের সভাপতিত্বে ডিএই এর সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর হয়।

বৈজ্ঞানিক ও কারিগরি সহায়তার লক্ষে সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে কতিপয় সিদ্ধান্ত নেয়া হয়। এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে, বারি(বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট) এর মাধ্যমে ভূট্টা ও আলু, ব্রি(বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট) এর মাধ্যমে আউশ ধান, বিজেআরআই(বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট) এর মাধ্যমে পাট ও বিএসআরআই (বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট) এর মাধ্যমে শষ্য সিমুয়েল মডেল তৈরী করা।
এ ছাড়াও জয়েন্ট টেকনিক্যাল ওয়াকির্ং গ্রুপ ও ডিএই কৃষি আবহাওয়া বিষয়ক কারিগরি কমিটির মাধ্যমে আবহাওয়া ও আগাম সতর্কবার্তা কৃষকদের মাধ্যমে সরবরাহ করা হবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কৃষি আবহাওয়ার বিষয়ক মৌসুম ভিত্তিক এ আবহাওয়া ও আগাম সতর্কবার্তা তৈরী করা হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানরা চুক্তি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেবে। সার্বিক সফলতা ও প্রকল্পের মেয়াদ শেষেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এক সঙ্গে কাজ করবে। ডিএই ওই প্রকলেপর মাধ্যমে গবেষণা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা দেবে।

প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. মঝহারুল আজিজ বলেন, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মধ্যে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম সারিতে। দূর্যোাগপূর্ণ দেশ হওয়া সত্বেও আবহাওয়া ও জলবায়ু, নদনদীর পানির অবস্থা, আগাম সতর্কীকরণ সম্পর্কিত তথ্যাদি কৃষকদের মাঝে পৌঁছে দেয়ার ক্ষেত্রে এ দেশ অনেক পিছিয়ে রয়েছে। এ বিষয়ে কারিগরি দিক থেকে উন্নতমানের এবং নির্ভরযোগ্য কৃষি আবহাওয়া বিষয়ক তথ্য কৃষকদের মাঝে পৌঁছে দেয়ার সুযোগ রয়েছে। এই সুযোগ কাজে লাগাতে এই প্রথম দেশে নেয়া হয়েছে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প।

  • সর্বশেষ
  • জনপ্রিয়