শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৩০ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০১৮, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূতের মূখে রাম রাম, পাম্পের মেশিনে নোটিশ ঝুলিয়েই তেল বিক্রি(ভিডিও)

শিমুল রহমান : শিরোনামটা দেখে অবাক হচ্ছেন! শিরোনামটা প্রাসঙ্গিক, সে কারণে দেয়া। সময় পাল্টেছে, পাল্টাছে মানুষের রুচি, অভ্যাস, জীবনযাপন! তবুও সময়ের সাথে মানুষ(আমরা ) নিজেকে পাল্টাতে পারছেনা। সড়ক পথে দুর্ঘটনা রুখতে চেষ্টার ত্রুটি নেই সরকার থেকে শুরু করে সবার। কিন্তু সে সব কথা মানুষের(আমাদের) কানে ঢুকলে তো! নির্দেশ ছিল, হেলমেট ছাড়া তেল মিলবে না পেট্রল পাম্প থেকে। কিন্তু, বাস্তব অবস্থা দেখা গেছে একদমই উল্টো ।

মনে হচ্ছে অনিয়মবেই নিয়ম ভাবছে তারা। ‘হেলমেটবিহীন চালক/মালিকের মোটর সাইকেলে পেট্রোল/অকটেন সরবরাহ করা হয় না’। রাজধানীর অনেক পেট্রোল পাম্পে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এমন নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ভূতের মূখে রাম রাম। পাম্পের মেশিনে নোটিশ ঝুলিয়েই হেলমেটবিহীন বাইক চালকদের কাছে নিদ্বিধায় পেট্রোল/অকটেন বিক্রি করছে বেশিরভাগ পেট্রোল পাম্পগুলো।

ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, রাজধানীতে হেলমেট ছাড়া কেউ পেট্রোল পাম্প থেকে মোটরবাইকে তেল নিতে পারবেন না।

বুধবার রাজধানীর বিভিন্ন এলাকার পেট্রোল পাম্প ঘুরে দেখা গেছে, নির্দেশনাটি পাম্প মেশিনে ঝুলিয়েই হেলমেটবিহীন বাইক চালকদের কাছে তেল বিক্রি করা হচ্ছে।

রাজধানীর মৎস্য ভবন মোড়ে রমনা পেট্রোল পাম্পে এমন একাধিক বাইক চালককে তেল নিতে দেখা গেছে, যাদের কারোরই হেলমেট ছিল না।

পেট্রল পাম্পের এক মালিক জানালেন, হেলমেটহীন বাইক চালককে ফিরিয়ে দেওয়ার ফলে আর্থিক লোকসান হচ্ছিল। কর্মচারীদের সঙ্গে বচসা বাধছিল ক্রেতাদের। পুলিশের নজরদারিও কমেছে। সে জন্য ফের পাম্প কর্তৃপক্ষ হেলমেট ছাড়াই পেট্রল দেওয়া শুরু করেছেন। বনগাঁর এক পেট্রল পাম্পের কর্মচারী বলেন, ‘‘পুলিশের তরফে নতুন করে কোনও আর নির্দেশ দেওয়া হয়নি। আমরা হেলমেট ছাড়া তেল দিচ্ছি।’’

ডিএমপির নির্দেশ অমান্য করে কেন হেলমেট ছাড়া বাইক চালককে তেল দিচ্ছেন? এমন প্রশ্নের জবাবে পেট্রল পাম্পের এক মালিক জানালেন, হেলমেটহীন বাইক চালককে ফিরিয়ে দেওয়ার ফলে আর্থিক লোকসান হচ্ছে আবার অনেকেই কর্মচারীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে।

অন্যদিকে ডিএমপির নির্দেশনা অমান্যর বিষয়ে পাম্পের কর্মী সুমন বলেন, ডিএমপির কোন নির্দেশনা আমাদের কাছে লিখিতভাবে আসে নাই। আর প্রথম দিন অনেকেই বিষয়টি জানেন না। এজন্য পেট্রোল বিক্রি করছি। হেলমেটবিহীন সেই বাইকচালকও ডিএমপির নির্দেশনা না জানার কথা দাবি করেন। তবে এটি ভালো উদ্যোগ বলে তিনি মনে করেন।

এদিকে, একাধিক বাইক চালকের সঙ্গে কথা বলে জানা গেছে, ডিএমপি কমিশনারের মঙ্গলবারের সেই নির্দেশনা তারা জানেনই না।

এদিকে নীলক্ষেত মোড়ে কিউ, জি সামদানী এন্ড কোং পেট্রোল পাম্পেও হেলমেট ছাড়া অনেক বাইক চালককে তেল নিতে দেখা যায়। ওই পাম্পে ডিএমপির নির্দেশনাটি পাম্প মেশিনে টানানো ছিলো। নির্দেশনা টানিয়েই হেলমেটবিহীন চালকদের তেল বিক্রি করতে দেখা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়