শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০১৮, ০২:১৬ রাত
আপডেট : ৩১ আগস্ট, ২০১৮, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করার আহ্বান : স্পিকার

আহমেদ জাফর: বঙ্গবন্ধু দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করতেন। তাই বাংলাদেশের মানুষের জন্য বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখি ছিলেন তা বাস্তবায়ন করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, বাংলাদেশে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী‌।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) রাজধানীর জাতীয় জাদুঘর মিলয়াতনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে `বঙ্গবন্ধু বাংলাদেশ` শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ কে সোনার বাংলা গড়ার জন্য বঙ্গবন্ধু সারা জীবন কাজ করে গেছেন।বঙ্গবন্ধুর ক্ষমতার লোভ ছিল না। তিনি সারা জীবন বাংলার মানুষের জন্য মানবিক ছিলেন। বাংলাদেশে মানুষের জন্য মন্ত্রীত্ব ত‍্যাগ করেছেন। বাঙালিরদের পরাধীনতা ও অর্থনৈতিক মুক্তির জন্য প্রতিনিয়ত কাজ করেছেন। বঙ্গবন্ধু এই বাঙালির জাতির মধ্যে বার বার ফিরে আসবেন। প্রজন্ম থেকে প্রজন্ম বঙ্গবন্ধুর স্মৃতিকে এগিয়ে নিতে হবে।শাসন শোষণ, বৈষম্যের শিকার ছিলেন বাঙালিরা, বাংলাদেশ ছিল পরাধীন, বঙ্গবন্ধু তার জীবন বাজি রেখে মন্ত্রীত্ব ত‍্যাগ করে পাকিস্তানিদের হাত থেকে রক্ষা করেছেন।তাই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী ফারুক খান বলেছেন, আগেও বাঙালীদের সাথে বেইমানদের সম্পর্ক ছিল, আর সেই বেইমানদের সাথে এখনো সম্পর্ক আছে। এসব বেইমানদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

গোলাপগঞ্জ জেলা সমিতির সভাপতি শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের, উপদেষ্টা মণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, বাবু মুকুল বোস,ধম বিষয়ক সম্পাদক আলহাজ্ব শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, আওয়ামী লীগের নির্বাহী সদস্য এস এম কামাল, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়