শিরোনাম
◈ ইরানের নতুন ড্রোন 'আরশ-২' ইসরাইল-আমেরিকার যেকোনো ঘাঁটি ধ্বংসের সক্ষমতা! ◈ ‌দে‌শের রাজনী‌তি চল‌ছে কোন প‌থে,  নিরপেক্ষতার প্রশ্নে বিএনপি, জামায়াত ও এনসিপি কি সরকারের মুখােমুখি? ◈ ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে মামলা, হতে পারে জেল ◈ ব্রা‌জিল নভেম্বরে সেনেগাল ও তিউনিশিয়ার বিরু‌দ্ধে প্রীতি ম্যাচ খেলবে ◈ আগামী বছরের টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত, শেষ জায়গা দখল করলো কারা?  ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি একাই ছাড়িয়ে চলেছে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মরক্কোর মোট রপ্তানি ◈ ইসি’র পরিকল্পনা: বড় জেলায় একাধিক রিটার্নিং কর্মকর্তা, দায়িত্ব জেলা প্রশাসকের হাতে ◈ জুলাই সনদ বাংলাদেশের জন্য একটা বিরাট মাইলফলক: খালেদা জিয়া ◈ বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক ◈ রাকসুর ৮ কেন্দ্রের ফল: ভিপি পদে প্রায় চারগুণ ভোটে এগিয়ে শিবিরের জাহিদ

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০১৮, ০৪:২১ সকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০১৮, ০৪:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আনকাট’ সেন্সর পেল ইদ্রিস হায়দারের ‘নীল ফড়িং’

আবু সুফিয়ান রতন: ইদ্রিস হায়দার পরিচালিত ছবি ‘নীল ফড়িং’ ‘আনকাট’ সেন্সর পেয়েছে। সোমবার ছবিটি সেন্সরে প্রদর্শনের পর মুক্তি অনুমতি পায়।

সেন্সর বোর্ডের সচিব আলী সরকার খবরটি নিশ্চিত করে বলেন, দুই সপ্তাহ আগে সেন্সরে ‘নীল ফড়িং’ জমা পড়ে। গতকাল ‘নো অবজেকশন’ ক্যাটাগরিতে সেন্সর দেয়া হয়েছে। ছবিটি দেখে সেন্সর সদস্যরা প্রশংসাও করেছেন।

‘নীল ফড়িং’ প্রযোজনা করেছে নোমান ফিল্মস, প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল্লাহ আল নোমান। ‘নীল ফড়িং’ ছবিতে অভিনয় করেছেন আফ্রি, চম্পা, শহীদুল আলম সাচ্চু, কচি খন্দকার, শিপন মিত্র, মুকিত জাকারিয়া প্রমুখ।

‘নীল ফড়িং’ নিয়ে ভীষণ উচ্ছ্বাসিত আফ্রি। একটি ওয়েব সিরিজের শুটিং-এ তিনি এখন আছেন ভারতে। সেখান থেকে আফ্রি বলেন, ফাইনালি ‘নীল ফড়িং’ সেন্সর থেকে মুক্তি অনুমতি পেল। খবরটি শুনে আমি ভীষণ খুশি হয়েছে।

তিনি বলেন, এই ছবিতে আমি কাজ করেছিলাম শুধুমাত্র গল্পের কারণে। এর আগে কয়েকটি ছবিতে কাজ করেছি। শুটিং এর সময় বুঝলাম প্ল্যানিং অনুযায়ী কাজ হচ্ছে না। এদিক থেকে ‘নীল ফড়িং’ একেবারেই আলাদা। খুব যত্ন নিয়ে পুরো কাজ করেছি।

‘নীল ফড়িং’ ছবিতে অবনী চরিত্রে অভিনয় করা আফ্রি জানান, সামাজিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে ‘নীল ফড়িং’।

‘নীল ফড়িং’ ছবির সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ। এর কাহিনি, সংলাপ করছেন নির্মাতা ইদ্রিস হায়দার নিজেই। ইদ্রিস হায়দার এ ছবি নিয়ে খুবই আশাবাদি। ইদ্রিস হায়দার বলেন আমার এ ছবি দেখে মানুষ অনেক কিছু শিখতে পারবে। এটি একটি শিক্ষনীয় মূলক গল্প। তিনি আরও বলেন যে দশক হলে গিয়ে ছবিটি দেখলেই বুঝতে পারবে এ ছবির গল্প কেমন।

‘নীল ফড়িং’ ছবির প্রযোজক আবদুল্লাহ আল নোমান বলেন, শিগগির ছবিটি মুক্তি দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়