শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৯ জুলাই, ২০১৮, ১০:৪৩ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০১৮, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে এভাবে গোল উদযাপন করেন মেসি

স্পোর্টস ডেস্ক : প্রতিটা গোলের পরই প্রথমে দু’হাতকে ডানা বানিয়ে পাখির মতো উড়ে বেড়ানো। এরপর দুই হাত উপরের দিকে তুলে আকাশের দিকে তাকান লিওনেল মেসি। একবার নয়, বারবার। প্রতিটা গোলের পরই। এটাই মেসির গোল উদযাপনের ট্রেডমার্ক। গোল উদযাপনের এই ভঙ্গিটাকে নিজের ব্র্যান্ড বানিয়ে ফেলেছেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার। কিন্তু আপনি জানেন কি, মেসির এভাবে গোল উদযাপনের রহস্য? জানা না থাকলে এবার জেনে নিন। মেসির এই বিশেষ ভঙ্গির গোল উদযাপন তার স্বর্গবাসী নানির জন্য।
সেই ১৯৯৮ সালে পরপারে পাড়ি জমিয়েছেন তার নানি চেলিয়া অলিভিয়েরা কুচিত্তিনি। মেসি প্রতিটা গোলই উৎসর্গ করেন তার প্রয়াত নানিকে। তাই গোল করার পর এভাবে হাত-মাথা উঁচিয়ে আকাশের দিকে তাকান। যেন বলতে চান, ‘প্রিয় নানি, এই গোলটিও তোমার জন্য।’

প্রতিটা মানুষেরই জীবনে বিশেষ একজন মানুষ থাকেন। যার অনুপ্রেরণা, ভালোবাসা হয়ে উঠে জীবনের চলার পথের পাথেয়। দেয় নতুন পথের দিশা। মেসির জীবনের সেই অনুপ্রেরণাদায়ী মানুষটি তার নানি। ফূটবলপ্রেমী মাত্রই জানেন, সেই ছোট্ট বেলাতেই হরমোনজনিত রোগে আক্রান্ত হন মেসি। শরীরটা ছিল লিকলিকে, হাড্ডিসার। শরীরের আকৃতিও ছিল ছোটখাটো।
এমন ছোটখাট গড়নের রোগাক্রান্ত একটি ছেলে ফুটবলের মতো কঠোর পরিশ্রমের একটি খেলা খেলবেন, এমনটা বিশ্বাস করার লোক তখন কমই ছিল। কিন্তু চেলিয়া অলিভিয়েরা কুচিত্তিনি সব সময়ই ছোট্ট নাতিকে উৎসাহ দিতেন ফুটবল খেলতে। ছোট্ট মেসির মনোজগতে ফুটবলার হওয়ার রঙিন স্বপ্নের বীজটা বুনে দিয়েছিলেন তিনিই।

কিন্তু স্বপ্ন আঁকিয়ে দেওয়া পর্যন্তই। প্রিয় নাতির খেলা দেখার সৌভাগ্য তার হয়নি। ১৯৯৮ সালে তিনি যখন মারা যান, মেসির বয়স তখন মাত্রই ১১। নানির এঁকে দেওয়া স্বপ্ন বুকে নিয়ে ছোট্ট মেসি বার্সেলোনার যুব একাডেমীতে যোগ দেন তারপরও বছর তিনেক পর, ২০০১ সালে।
এরপর কেবলই এগিয়ে যাওয়া। সাফল্যের সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সর্বকালের অন্যতম সেরাদের কাতারে। যে নানির অনুপ্রেরণায় এতো দূর আসা, এতো সাফল্য, এমন চাকচিক্যময় জীবনের সন্ধ্যান পাওয়া, সেই নানির কথা মেসি ভুলেন কি করে! প্রতিটা গোল করার পরই তার সবার আগে মনে পড়ে পরবাসী সেই নানির কথা। প্রতিটা গোলই উৎসর্গ করেন নানিকে।
হয়তো ক্যারিয়ারের বাকি সময়টুকুতেও গোল করলে এভাবেই স্মরণ করবেন নানিকে! নানিই যে তাকে ফুটবলার বানানোর আসল কারিগর! পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়