জাকির হোসেন : কোটা সংস্কার আন্দোলনের সাথে বাংলাদেশের সকল শিক্ষার্থী একমত। আর এটি একটি যৌক্তিক আন্দোলন। আন্দোলনকারীদের উপর যে হামলা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। আমরা সকলে আরো দেখতে পেয়েছি যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলা হয়েছে। যাদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, তাদের গায়ে হাত দিয়ে নূন্যতম পরিবারের সন্তান এবং নির্লজ্জ শিক্ষর্থীর পরিচয় দিয়েছে তারা। তাদেরকে শিক্ষার্থী বলতেও আমার লজ্জা হচ্ছে। নেপোলিয়ন বলেছেন, তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দিব।
আর আমাদের দেশে ঠিক তার উল্টো চিত্র দেখা যায়। তার কারণ, যারা শিক্ষকদের লাঞ্চিত করেছে, তারা আমাদের মতই শিক্ষার্থী। তবে পার্থক্য হচ্ছে তারা বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। লজ্জা না থাকলেই এমন আচরণ করতে পারে শিক্ষকদের উপর। যারা এর সাথে জড়িত আছে, তাদের এমন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তাদের সনাক্ত করে আইনের আওতায় আনার ব্যবস্থা করার দাবি করছি।
পরিচিতি : শিক্ষার্থী, ন্যাশনাল ইউনিভার্সিটি/মতামত গ্রহণ : তাওসিফ মাইমুন/সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ