শিরোনাম
◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী ◈ বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না ◈ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ◈ বিশেষজ্ঞরা চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন: আলী রীয়াজ ◈ শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ করেছেন কর গোয়েন্দারা ◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান! ◈ স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে, আগামী সপ্তাহেই গেজেট: পরিকল্পনা উপদেষ্টা

প্রকাশিত : ২৯ জুলাই, ২০১৮, ০৭:২৬ সকাল
আপডেট : ২৯ জুলাই, ২০১৮, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৯ টি বিরল প্রজাতির তক্ষকসহ ৪ পাচারকারী আটক

সুজন কৈরী : রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ৪৯টি বিরল প্রজাতির তক্ষক উদ্ধারসহ ৪ পাচারকারীকে আটক করেছে র‌্যাব-৪। পরে আটক চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সন্ধ্যার দিকে এ অভিযান চালানো হয়। র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কুদ্দুস ফরাজীর নেতৃত্বে আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রট মো. আনিছুর রহমান। এ সময় বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ফরেস্টার সনাতন কুমার উপস্থিত ছিলেন।

র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বন্যপ্রাণী পাচারকারী দলের ৪ জন সদস্য মো. হায়দার (৫২), মো. সাগর গাজী (২৭), মো. রুবেল (১৯) ও মো. হারুনুর রশিদকে (৪৩) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিরল প্রজাতির ৪৯টি তক্ষক উদ্ধার করা হয়েছে। পরে তাৎক্ষনিক র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট মো. আনিছুর রহমান আটক হায়দার ও সাগরকে ৬ মাস করে কারাদন্ড এবং রুবেল ও হারুনুরকে যথাক্রম ২০ এবং ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে উভয়কে ১ মাসের কারাদন্ড প্রদান করেন।

সাজেদুল ইসলাম সজল জানান,  আটককৃতরা একটি সংঘবদ্ধ বন্যপ্রাণী পাচারকারী চক্রের সদস্য। তারা উদ্ধারকৃত তক্ষকগুলি রাঙ্গামাটি জেলা থেকে নিীয়দের মাধ্যমে পাচারের উ‌দ্দে‌শ্যে সংগ্রহ করেছে। আটককৃতদের কারাগারে পাঠানোসহ উদ্ধারকৃত তক্ষকগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়