শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ২৯ জুলাই, ২০১৮, ০৭:২৬ সকাল
আপডেট : ২৯ জুলাই, ২০১৮, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৯ টি বিরল প্রজাতির তক্ষকসহ ৪ পাচারকারী আটক

সুজন কৈরী : রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ৪৯টি বিরল প্রজাতির তক্ষক উদ্ধারসহ ৪ পাচারকারীকে আটক করেছে র‌্যাব-৪। পরে আটক চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সন্ধ্যার দিকে এ অভিযান চালানো হয়। র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কুদ্দুস ফরাজীর নেতৃত্বে আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রট মো. আনিছুর রহমান। এ সময় বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ফরেস্টার সনাতন কুমার উপস্থিত ছিলেন।

র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বন্যপ্রাণী পাচারকারী দলের ৪ জন সদস্য মো. হায়দার (৫২), মো. সাগর গাজী (২৭), মো. রুবেল (১৯) ও মো. হারুনুর রশিদকে (৪৩) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিরল প্রজাতির ৪৯টি তক্ষক উদ্ধার করা হয়েছে। পরে তাৎক্ষনিক র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট মো. আনিছুর রহমান আটক হায়দার ও সাগরকে ৬ মাস করে কারাদন্ড এবং রুবেল ও হারুনুরকে যথাক্রম ২০ এবং ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে উভয়কে ১ মাসের কারাদন্ড প্রদান করেন।

সাজেদুল ইসলাম সজল জানান,  আটককৃতরা একটি সংঘবদ্ধ বন্যপ্রাণী পাচারকারী চক্রের সদস্য। তারা উদ্ধারকৃত তক্ষকগুলি রাঙ্গামাটি জেলা থেকে নিীয়দের মাধ্যমে পাচারের উ‌দ্দে‌শ্যে সংগ্রহ করেছে। আটককৃতদের কারাগারে পাঠানোসহ উদ্ধারকৃত তক্ষকগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়