শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ: কুন্দের জোড়া গো‌লে  বা‌র্সেলোনার জয় ◈ দীর্ঘ সময় ধ‌রে আইপিএল দেখ‌তে একঘেয়ে লা‌গে, পাকিস্তান লিগকে ‘সেরা’ ঘোষণা ওয়া‌সিম আকরা‌মের ◈ তৃতীয়বা‌রের ম‌তো এশিয়া কাপ জেতা উ‌চিত বাংলাদেশের : কোচ নাভিদ নওয়াজ ◈ মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ—অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন! ◈ হজযাত্রীদের প্লেনের টিকিট থেকে আবগারি শুল্ক প্রত্যাহার করল এনবিআর ◈ মোহাম্মদপুরে জোড়া খুন: মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য ◈ এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, নতুন জটিলতা নেই: চিকিৎসক ◈ জাল দলিল শনাক্তের ৯ কৌশল: জমি কেনায় প্রতারণা এড়ানোর জরুরি নির্দেশনা ◈ যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৯ জুলাই, ২০১৮, ০৭:২৬ সকাল
আপডেট : ২৯ জুলাই, ২০১৮, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৯ টি বিরল প্রজাতির তক্ষকসহ ৪ পাচারকারী আটক

সুজন কৈরী : রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ৪৯টি বিরল প্রজাতির তক্ষক উদ্ধারসহ ৪ পাচারকারীকে আটক করেছে র‌্যাব-৪। পরে আটক চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সন্ধ্যার দিকে এ অভিযান চালানো হয়। র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কুদ্দুস ফরাজীর নেতৃত্বে আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রট মো. আনিছুর রহমান। এ সময় বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ফরেস্টার সনাতন কুমার উপস্থিত ছিলেন।

র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বন্যপ্রাণী পাচারকারী দলের ৪ জন সদস্য মো. হায়দার (৫২), মো. সাগর গাজী (২৭), মো. রুবেল (১৯) ও মো. হারুনুর রশিদকে (৪৩) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিরল প্রজাতির ৪৯টি তক্ষক উদ্ধার করা হয়েছে। পরে তাৎক্ষনিক র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট মো. আনিছুর রহমান আটক হায়দার ও সাগরকে ৬ মাস করে কারাদন্ড এবং রুবেল ও হারুনুরকে যথাক্রম ২০ এবং ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে উভয়কে ১ মাসের কারাদন্ড প্রদান করেন।

সাজেদুল ইসলাম সজল জানান,  আটককৃতরা একটি সংঘবদ্ধ বন্যপ্রাণী পাচারকারী চক্রের সদস্য। তারা উদ্ধারকৃত তক্ষকগুলি রাঙ্গামাটি জেলা থেকে নিীয়দের মাধ্যমে পাচারের উ‌দ্দে‌শ্যে সংগ্রহ করেছে। আটককৃতদের কারাগারে পাঠানোসহ উদ্ধারকৃত তক্ষকগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়