‘হায়রে চুরি’
ভোলা নাথ পোদ্দার
সোনা চুরি টাকা চুরি
আরো বাকী ছিলো,
অবশেষে চোরের দল
কয়লা গুলি নিলো!
ডিজিটাল হচ্ছে যে দেশ
উন্নয়ন ও ঘটছে,
পাশাপাশি চোরের দলের
চুরির ঘটনা রটছে!
চুরি করে চোরেরা সব
মনে থাকে ছল,
চুরি করে সাধুর বেশে
থাকে চোরের দল!
কালু মিয়া গরীব কৃষক
নাক সিটকিয়ে বলে,
কর্তারা সব করলে চুরি
দেশ কি আর চলে!
আমরা মাঠের ফসল বেচবো
কোনবা চোরের কাছে,
ফসল বেচার আগেই বলবো
চরিত্র সনদ আছে!
চোর বাটপাড় যতো আছো
তাদের দেবো ভিক্ষা,
নেওনা একবার গরীব চাষীর
সামান্য কিছু শিক্ষা!
রোদের মাঝে উৎপাদনে
সারা বছর খাটি,
চুরি করে তোমরা সবাই
সব করছো মাটি!
এবার আমি চোরের মুখে
থুথু ছিটিয়ে দেবো,
আমরা কেনো চুরি না করে
চোরের বদনাম নেবো!
লেখাটি লেখকের ফেসবুক থেকে নেয়া।