শিরোনাম
◈ রাজধানীর খিলগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা ◈ নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৯ ডাকাত গ্রেপ্তার ◈ রাজধানীতে যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না ◈ টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড: ২৬১ তাড়া করে জিতল পাঞ্জাব ◈ আজ শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা  ◈ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ◈ খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু ◈ ৯ মে পর্যন্ত বন্ধ চুয়েট: সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ফের আন্দোলনের ডাক শিক্ষার্থীদের  ◈ দেশ ও জনগণের জন্য কাজ করতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ

প্রকাশিত : ২৪ জুলাই, ২০১৮, ০৪:৫৫ সকাল
আপডেট : ২৪ জুলাই, ২০১৮, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭২ ঘণ্টায়ও উন্নতি নেই অধ্যাপক মোজাফফরের

রিকু আমির : লাইফ সাপোর্টে রাখার ৭২ ঘণ্টায়ও আশাব্যাঞ্জক উন্নতি নেই স্বাধীনতা পদক সবিনয়ে প্রত্যাখ্যানকারী অধ্যাপক মোজাফফর আহমদের অবস্থার।

ন্যাপ নেতা ইসমাঈল হোসেন সোমবার রাতে আমাদের সময় ডটকমকে বলেন, উল্লেখযোগ্য উন্নতি নেই উনার। চিকিৎসকরা চেষ্টা তো করে যাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত আশার আলো দেখা যাচ্ছে না।

বারিধারাস্থ মেয়ের বাসায় অসুস্থবোধ করার পর গত শুক্রবার দুপুর থেকে মুজিবনগর সরকারের ছয় সদস্যের উপদেষ্টা পরিষদের একমাত্র জীবিত সদস্য এই ব্যক্তি অ্যাপোলো হাসপাতালের লাইফ সাপোর্টে।

শ্বাসকষ্ট ও হালকা জ্বরসহ ৯৬ বছর বয়স্ক মোজাফফর আহমেদকে অ্যাপোলোতে আনা হয়েছিল।

১৯২২ সালের ১৪ এপ্রিল কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে জন্মগ্রহণকারী এই ব্যক্তির নিউমোনিয়া হয়েছে। এটা ইনফেকশন হয়ে পুরো দেহে ছড়িয়ে সেপ্টিসেমিয়ায় রূপ নিয়েছে। তার উপর রক্তচাপ কম। এজন্য কিডনি স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না।

বাংলাদেশ সরকার ২০১৫ সালে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী অধ্যাপক মোজাফফর আহমদকে স্বাধীনতা পদক দেওয়ার ঘোষণা দিলে তিনি সবিনয়ে প্রত্যাখ্যান করেন।

তার মতে, রাজনীতির অর্থ দেশ এবং মানুষের সেবা। পদ বা পদবির জন্য কখনো রাজনীতি করেননি তিনি। পদক দিলে বা নিলেই যে মানুষ সম্মানিত হয়, এই দৃষ্টিভঙ্গিতে তিনি বিশ্বাসী নন।

বাংলাদেশের রাজনীতিতে এ মুহূর্তে প্রায় নিস্ক্রিয় এবং বিভক্ত ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) একাংশের সভাপতি অধ্যাপক মোজাফফর নিজেকে ‘কুঁড়ে ঘরের মোজাফফর’ বলে পরিচয় দিতে ভালোবাসেন। বাংলাদেশের প্রগতিশীল-গণতান্ত্রিক রাজনীতির প্রবাদপ্রতিম এ ব্যক্তিত্ব নিজেকে সাদামাটাভাবে উপস্থাপন করতে ভালোবেসেছেন আজীবন।

অধ্যাপক আহমদ ব্যক্তিজীবনে কথাবার্তা বলেন কিছুটা কৌতুকমিশ্রিতভাবে; কখনো থাকে প্রচ্ছন্ন হেঁয়ালির ছোঁয়া। তিনি কাছের মানুষদের কাছে একসময় বলতেন, ‘আমার নাম মোজাফফর আহমদে নূরী, আমি পথে পথে ঘুরি’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়