খুশি কবীর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দেয়া সংবর্ধনা জনগণকে উৎসর্গ করলেন, এটা অত্যন্ত খুশির খবর। আমি আরও খুশি হতাম, যদি তিনি সাধারণ জনগণের কথা শুনতেন। তাদের ইচ্ছেগুলোর কথা শুনে তাদের পাশে দাঁড়াতেন। আমি সব কথা শুনার কথা বলছি না। তিনি সরকারপ্রধান, সবার কথাই কানে নেওয়া উচিৎ। তবুও যে কথাগুলো মানা যায় বা যুক্তিসঙ্গত কথা বা মানা যায়, সেগুলো একটু কানে নিলে খুশি হবো। তাই আমরা আশাবাদী যে, তিনি আমাদের সুখে, দুঃখে পাশে থাকবেন এবং সবার কথা শুনে তাদের আশা পূরণ করবেন।
পরিচিতি : মানবাধিকার কর্মী/ মতামত গ্রহণ : নৌশিন আহম্মেদ মনিরা/ সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ