প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক প্রচারণা প্রধান পল ম্যানাফোর্টের আইনজীবী জানিয়েছেন, জেল খাটা রুখতে আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পরিকল্পনা করা হয়েছে। গত ২৭ এপ্রিল সাক্ষীকে প্রভাবিত করতে পারে এমন অভিযোগ এনে তাকে জামিন না দিয়ে জেলে পাঠানো হয়।
সোমবার এ সিদ্ধান্তটির বিরুদ্ধেই আপিল করা হবে বলে জানিয়েছে ম্যানাফোর্টের আইনজীবী। এছাড়াও ম্যানাফোর্টের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের ষড়যন্ত্রসহ ১২টি অভিযোগ আনা হয়েছিল। যারমধ্যে মানি লন্ডারিং, কর ফাাঁকিসহ বেশকিছু অভিযোগ প্রমাণিত হয়নি ম্যানাফোর্টের বিরুদ্ধে।
৬৮ বছর বয়সী পল ম্যানাফোর্ট ১৯৭৬ সালে রিপাবলিকান প্রার্থী জেরাল্ড ফোর্ডকে দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে কাজ শুরু করেছিলেন। গত আগস্টে ইউক্রেনের রাশিয়াপন্থি দলের সঙ্গে সংযোগের অভিযোগ উঠলে তিনি ট্রাম্পের প্রচারণা প্রধানের পদ থেকে পদত্যাগ করেন। রাশিয়ান এক আইনজীবীর সঙ্গে বৈঠকের অভিযোগ রয়েছে ম্যানাফোর্টের বিরুদ্ধে। মার্কিন যুক্তরাষ্ট্রের সবগুলো গোয়েন্দা সংস্থা একমত যে, প্রেসিডেন্ট নির্বাচনে জিততে ট্রাম্পকে সহায়তা করেছে রাশিয়ান সরকার। রয়টার্স, সিএনবিসি নিউজ