শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৬ জুন, ২০১৮, ১২:৪৭ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০১৮, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিকিৎসা বিজ্ঞানে এলো ‘রিয়েল টাইম ইসিজি’ (ভিডিও)

সাজিয়া আক্তার : যুক্তরাজ্যে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের বংশদ্ভূত কার্ডিওলজিস্ট ড. রামিন শাকুর ‘রিয়েল টাইম ইসিজি’ নামে একটি ডিভাইস আবিষ্কার করে চিকিৎসা বিজ্ঞানে এনে দিয়েছে নতুনত্ব। এই ডিভাইসে চিকিৎক ছাড়ারাই বহু মানুষ তার হার্ট পরীক্ষা করতে পারবে তাদের মোবাইল অ্যাপস ব্যবহারের মাধ্যমে। ফলে পৃথিবীর যেকোনো স্থান থেকে মোবাইলে অ্যাপস ব্যবহারের মাধ্যমে চিকিৎসকের সাথে সরাসরি যোগাযোগ করে মাল্টিপল ইসিজি ডিভাইজের মাধ্যমে সেবা নিতে পারবেন।

রিয়েল টাইম ইসিজি নামে এই ডিভাইসটি পৃথিবীর মাল্টিপল ইসিজি এবং অক্সিজেন টেম্পারেচার ও জিপিএস সিস্টেমে তৈরি করা হয়েছে। এই ডিভাইসটি দিনে ১৪ থেকে ১৫ জন মানুষ ব্যবহার করতে পারেন। স্বল্প মূল্যের তৈরি ডিভাইসটি সোলারচার্জের মাধ্যমে চলে। মূলত ওয়ারলেস চার্জিং হওয়ায় কোনো ধরনের তার লাগে না চার্জ করতে। ফলে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে দেশ বিদেশের যেকোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে এই ডিভাইস দিয়ে হার্টের চিকিৎসা করা যায়।

ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ কার্ডিওলজিস্ট রামিন শাকুর বলেন, রিয়েল টাইম অটোমেটিক মাল্টিপাল ইসিজি মানুষ এটা খুব সহজেই ব্যবহার করতে পারে। এটা সাথে সাথে কম্পিউটার ডায়গনস্টিক দিয়ে দিবে, হার্টের কোনো সমস্যা থেকে থাকলে। এটা তৈরি করার মূল কারণ হল যারা গ্রামে থাকে এবং ইলেকট্রিসিটি না থাকলেও তারা এখন মেডিকেল ডিভাইস পড়ে সাথে সাথে ডাক্তারদের সাথে কথা বলতে পারেন।

এই নতুন আবিষ্কারের ফলে রামিন শাকুল ধারার পাশাপাশি বাংলাদেশি গণমাধ্যমের শিরোনাম হয়েছে। তার প্রতিভার বিকাশের খবর ছড়িয়ে পড়েছে বিশ্বজোড়ে।

বর্তমানে আফ্রিকার কয়েকটি দেশে এই প্রযুক্তিকে রীতিমত অবাক করেছে চিকিৎসকদের। বাংলাদেশসহ এশিয়া দেশগুলোতে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

রামিন শাকুর আরো বলেন, রিয়াল টাইম ইসিজি ব্যবহারের মাধ্যমে যদি মানুষ উপকৃত হয় তাহলে আমরা চাই দেশিয় ডাক্তার এবং সাধারণ মানুষ তাদের হার্টের চেকিং করতে চায় তাহলে আমাদের দেশে এটি পাঠাবো।

যুক্তরাজ্যের পেস্টুন শহরে সেলফমারি সেলফ সেন্টারে এক সেমিনারে রিয়েল টাইম ইসিজি এই ডিভাইস ক্রিয়েটিভ চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সেমিনারে অংশগ্রহণকারিরা।

সূত্র : ডিবিসি টেলিভিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়