শিরোনাম
◈ পোস্টাল ভোটিংয়ের ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে যে বার্তা দিলেন সিইসি ◈ জাতি কখনো দিশেহারা হলে জুলাই জাদুঘরে পথ খুঁজে পাবে: প্রধান উপদেষ্টা  ◈ যে দুই দেশ ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল ◈ থাইল্যান্ড যাওয়ার অনুমতি মেলেনি আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের ◈ আমরা যদি একসঙ্গে ঐক্যবদ্ধ থাকি সকলের মিলে সমস্যার সমাধান করতে পারবো : তারেক রহমান ◈ জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির (ভিডিও) ◈ সেহরি ও ইফতারের সময়সূচি জানাল ইসলামিক ফাউন্ডেশন ◈ ঢাকার ১৩টি আসনে দুপুর পর্যন্ত ৫ প্রার্থীর মনোনয়নপত্র প্রত‍্যাহার ◈ ভোটকেন্দ্র নজরদারিতে সিসিটিভি: ৭২ কোটি টাকার বিশেষ বরাদ্দ ◈ চ্যাম্পিয়ন্স লিগে রাতে লড়াই‌য়ে নামছে আর্সেনাল, রিয়াল মাদ্রিদ, পিএসজি ও ইন্টার মিলান

প্রকাশিত : ২৫ জুন, ২০১৮, ০৮:১৯ সকাল
আপডেট : ২৫ জুন, ২০১৮, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাদিজার মৃত্যুর জন্য দায়ী সেই ৪ জন কারা?

নিজস্ব প্রতিবেদক : “আমি ভালোবাসি বলে অপরাধ। আমি ওদের চারজনের বিচার চাই। এটা আমার অনুরোধ। কেন আমাকে এভাবে মরতে হলো।” নারায়ণগঞ্জের ফতুল্লায় চিরকুটে এভাবেই নিজের মৃত্যু জন্য চারজনকে দায়ী করে খাদিজা আক্তার (২৫) নামে এক নারী শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রোববার রাত ১১টায় ফতুল্লার শিহাচর নূর মসজিদ সংলগ্ন মিলন মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে খাদিজার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। এসময় লাশের পাশ থেকে হাতে লেখা চার পাতার একটি চিরকুট জব্দ করে পুলিশ। বিথি ওই বাড়ির ভাড়াটিয়া মুনসুরের স্ত্রী এবং একই এলাকার নজরুল মিয়ার টুপি কারখানার নারী শ্রমিক।

চিরকুটে আরো উল্লেখ করা হয়, তার মৃত্যুর জন্য তার স্বামী মুনসুর, কারখানার মালিক নজরুল, সহকর্মী মোফাজ্জল ও নাজমা দায়ী। খাদিজা তার স্বামী মুনসুরকে অনেক ভালোবাসতেন। কাজকর্ম নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি করা হয়। এরপর তাঁর স্বামী মুনসুর অন্যত্রে চলে যায়। একাধিকবার বুঝিয়েও মুনসুরকে কাছে আনতে না পেরে মৃত্যুর পথ বেছে নিয়েছেন খাদিজা।

ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, লাশ ও চিরকুট উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে। তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে নিহতের স্বামী মুনসুরকে খবর দেয়া হয়েছে সে কামরাঙ্গিরচর এলাকায় কাজ করে। চিরকুটের বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়