শিরোনাম
◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত ◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন ◈ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ◈ নারী বিশ্বকাপ কাবা‌ডি‌তে চাই‌নিজ তাই‌পের কা‌ছে হে‌রে গে‌লো ইরান

প্রকাশিত : ৩১ মে, ২০১৮, ০১:৫৩ রাত
আপডেট : ৩১ মে, ২০১৮, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ প্রীতিম্যাচে মেসির হ্যাটট্রিক স্ত্রী-পুত্রদের উদযাপন

স্পাের্টস ডেস্ক : বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে দুইটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বুধবার যার প্রথমটি ছিল হাইতির বিপক্ষে। বুয়েনস এইরেসে লিওনেল মেসির হ্যাটট্রিকে ৪-০ গোলে ম্যাচটি জিতেছে আর্জেন্টিনা। এই কীর্তি তাকে নিয়ে গেছে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের ঠিক পিছনেই। এমন ম্যাচ মাঠে থেকে উপভোগ করেছেন মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো, দুই ছেলে থিয়াগো ও মাতেও, মা সেলিয়া এবং বোন মারিসল।

গাব্রিয়েল বাতিস্তুতার (৫৬ গোল) কাছ থেকে জাতীয় দলে সর্বোচ্চ গোলের রেকর্ডটা আগেই নিজের মুঠোয় নিয়েছেন মেসি। হাইতির বিপক্ষে হ্যাটট্রিকের পর আন্তর্জাতিক ক্যারিয়ারে ১২৪ ম্যাচে তার গোলের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪'তে। লাতিন আমেরিকার জাতীয় দলগুলোর হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে শীর্ষে আছেন পেলে। তার গোল সংখ্যা ৭৭। ৬২ গোল নিয়ে তার ঠিক পেছনেই ছিলেন আরেক ব্রাজিলিয়ান গ্রেট রোনাল্ডো। তবে রোনাল্ডোকে কাটিয়ে দ্বিতীয় স্থানটি এখন মেসির। ৩০ বছর বয়সী মেসির যে পেলেকেও কাটাতে বেগ পেতে হবে না তা ধারণা করে নেয়া যায়।

ম্যাচের ১০, ৫৮ ও ৬৬ মিনিটে তিন গোল করেন মেসি। ৭১ মিনিটে অন্য গোলটি করেন সার্জিও আগুয়েরো। ম্যাচ শেষে মেসি বলেছেন তারা সমর্থকদের ভালোবাসা অনুভব করেছেন। এই সমর্থকদের তালিকায় মেসির পরিবারও ছিল। তারা স্টেডিয়ামের একটি বক্সে বসে মেসিকে উৎসাহ জুগিয়ে গেছেন। আন্তোনেলা এবং থিয়াগো, মাতেও- তিনজনই পড়েছিলেন আর্জেন্টিনার জার্সি। তাদের জার্সি নাম্বার ছিল মেসির মতই, '১০'। থিয়াগোর জার্সির পেছনে লেখা ছিল 'পাপা' বা 'বাবা'। মেসির এমন অর্জনের দিনে এভাবেই পাশে ছিল তার পরিবার।

সূত্র : ওলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়