আসাদুজ্জামান সম্রাট : গত ৬০ দিনে জাতীয় সংসদের বর্তমান ও সাবেক ৯জন সংসদ সদস্যের মৃত্যু হয়েছে। এর মধ্যে অনেকে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
আগামী ৫ জুন শুরু হতে যাওয়া জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রয়াত এসব আইন প্রণেতাদের স্বরণে শোক প্রস্তাব উঠছে। জাতীয় সংসদের বর্তমান সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী একেএম মাঈদুল ইসলামের মৃত্যুতে সংসদের রেওয়াজ অনুযায়ী ওইদিন অধিবেশন মুলতুবি করা হবে।
সংসদ সচিবালয় এবার যেসব সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপনের প্রস্তুতি নিচ্ছে তারা হলেন, সাবেক তথ্য ও ভূমি মন্ত্রী এম শামসুল ইসলাম, সাবেক মন্ত্রী একেএম মাঈদুল ইসলাম মুকুল, সাবেক মন্ত্রী মামদুদুর রহমান, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শাহাবুদ্দিন, সাবেক সংসদ সদস্য খন্দকার মো. খুররম, সাবেক সংসদ সদস্য আমেনা বারী ও চমন আরা।
আরো পড়ুন : গাজায় চিকিৎসক দল পাঠাবে মরক্কো
এছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী লাইব্রেরিয়ান ইকবাল আহমেদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব গৃহীত হবে।