শিরোনাম
◈ ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ৫.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা

প্রকাশিত : ২৪ মে, ২০১৮, ০৯:৩২ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৮, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাড়ি আমদানি তদন্তের নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

মনিরা আক্তার মিরা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির জাতীয় নিরাপত্তা বিভাগকে গাড়ী এবং ট্রাক আমদানির উপর তদন্ত চালু করতে নির্দেশ দিয়েছেন। ধারণা করা হচ্ছে তদন্তটির ফলে নতুন করে এ আমদানি পণ্যগুলোর উপর দেশটি আবারো শুল্কারোপ করতে যাচ্ছে।

এ প্রসঙ্গে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ১৯২২ সালের বাণিজ্য সম্প্রসারণ আইনের ২৩২ ধারা অনুযায়ী তদন্তটি করা হবে। বাণিজ্য সচিব উইলবার রোজ বুধবার এক বিবৃতি বলেন, তদন্তটিতে স্বচ্ছতা বজায় রাখা হবে।

অন্যদিকে, জাপান, চীন এবং দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, তদন্তের বিষয়টি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করবে। বিশেষ করে চীন ক্রমশ মার্কিন বাজার ব্যবস্থার উপর তাদের পর্যবেক্ষণ বাড়াচ্ছে কারণ দেশটির মতে তারা তাদের স্বার্থ রক্ষার জন্য কাজ করে যাবে।

উল্লেখ্য, গত মার্চে ইস্পাত এবং অ্যালুমিনিয়ামে আমদানি পণ্যের ওপর ট্রাম্প শুল্কারোপের ঘোষণা দেন। পরবর্তীতে চীনও যুক্তরাষ্ট্রের অনেক পণ্যের ওপর শুল্কারোপ করে। ফলে বিশ্বের অন্যতম দুই পরাশক্তির মধ্যে বাণিজ্য যুদ্ধের সম্ভাবনা দেখা গেলে পরিস্তিতি স্বাভাবিক করার জন্য চীনে প্রতিনিধি পাঠায় যুক্তরাষ্ট্র। তবে এ তদন্তের ফলে নতুন করে যদি আবার শুল্কারোপ করা হয় সেক্ষেত্রে আবারো বাণিজ্য যুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে দুই দেশ
বলে মনে করছেন বিশ্লেষকরা। বিবিসি, রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়