শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৪ মে, ২০১৮, ০৯:৩২ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৮, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাড়ি আমদানি তদন্তের নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

মনিরা আক্তার মিরা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির জাতীয় নিরাপত্তা বিভাগকে গাড়ী এবং ট্রাক আমদানির উপর তদন্ত চালু করতে নির্দেশ দিয়েছেন। ধারণা করা হচ্ছে তদন্তটির ফলে নতুন করে এ আমদানি পণ্যগুলোর উপর দেশটি আবারো শুল্কারোপ করতে যাচ্ছে।

এ প্রসঙ্গে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ১৯২২ সালের বাণিজ্য সম্প্রসারণ আইনের ২৩২ ধারা অনুযায়ী তদন্তটি করা হবে। বাণিজ্য সচিব উইলবার রোজ বুধবার এক বিবৃতি বলেন, তদন্তটিতে স্বচ্ছতা বজায় রাখা হবে।

অন্যদিকে, জাপান, চীন এবং দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, তদন্তের বিষয়টি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করবে। বিশেষ করে চীন ক্রমশ মার্কিন বাজার ব্যবস্থার উপর তাদের পর্যবেক্ষণ বাড়াচ্ছে কারণ দেশটির মতে তারা তাদের স্বার্থ রক্ষার জন্য কাজ করে যাবে।

উল্লেখ্য, গত মার্চে ইস্পাত এবং অ্যালুমিনিয়ামে আমদানি পণ্যের ওপর ট্রাম্প শুল্কারোপের ঘোষণা দেন। পরবর্তীতে চীনও যুক্তরাষ্ট্রের অনেক পণ্যের ওপর শুল্কারোপ করে। ফলে বিশ্বের অন্যতম দুই পরাশক্তির মধ্যে বাণিজ্য যুদ্ধের সম্ভাবনা দেখা গেলে পরিস্তিতি স্বাভাবিক করার জন্য চীনে প্রতিনিধি পাঠায় যুক্তরাষ্ট্র। তবে এ তদন্তের ফলে নতুন করে যদি আবার শুল্কারোপ করা হয় সেক্ষেত্রে আবারো বাণিজ্য যুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে দুই দেশ
বলে মনে করছেন বিশ্লেষকরা। বিবিসি, রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়