এস এম নূর মোহাম্মদ : কুমিল্লা নড়াইলের তিন মামলার পর আরও দুই মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ অাবেদন করা হয়। তথ্য গোপন করে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন পালন এবং ২০০১ সালে চারদলীয় জোট গঠন করে স্বাধীনতাবিরোধীদের নিয়ে মন্ত্রী পরিষদ গঠন করে তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দেওয়ার অভিযোগে মানহানির মামলায় এ জামিন চান তার অাইনজীবীরা।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানা গেছে।