শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৯ মে, ২০১৮, ১০:০৭ দুপুর
আপডেট : ১৯ মে, ২০১৮, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহরুখ খানের কলকাতার ‘অগ্নি পরীক্ষা’, হায়দরাবাদ দলে পরিবর্তনের আভাস

স্পাের্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গ্রুপ পর্বের শেষে রাতে সাকিবের সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। ইতোমধ্যে ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষ হায়দরাবাদ। আজ জিতলে শীর্ষস্থান অক্ষুন্ন থাকবে। হারলেও সেরা দুই থেকে সাকিবদের নামানোর কোনো সুযোগ নেই।

অন্যদিকে, শাহরুখ খানের কলকাতার সামনে আজ জয়ের কোনো বিকল্প নেই। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে থাকলেও নেট রান রেটের কারণে হারলেই টুর্নামেন্ট শেষ হয়ে যেতে পারে কলকাতার। অবশ্য প্লে অফের সম্ভাবনা তখনই কিছুটা টিকে থাকবে নারাইন-কার্তিকদের। তবে সেটা নির্ভর করবে অন্য ম্যাচগুলোর ওপর।

কারণ শনিবার কলকাতা হারলে তাদের নেট রান রেট আরও মাইনাসে যাবে। অন্যদিকে, আজ দিনের প্রথম ম্যাচে যদি রাজস্থানের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু জয় পায় এবং আগামীকাল দিল্লির বিপক্ষে মুম্বাই জয় পায় তাহলে উভয়ের পয়েন্ট ১৪ হলেও নেট রান রেটের কারণে ছিটকে যাবে কলকাতা। অবশ্য হায়দরাবাদের বিপক্ষে জয় পেলে প্লে অফের জন্য কারও দিকে তাকিয়ে থাকতে হবে না কার্তিকদের।

এদিকে, হায়দরাবাদের একাদশে আজ একটা পরিবর্তনের আভাস দিয়েছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। তারা বলছে, গত ম্যাচে ৪ ওভারে ৭০ রান দিয়ে কোনো উইকেটশূন্য থাকা আইপিএলের ইতিহাসে সবচেয়ে খুরুচে বোলিং বাসিল থাম্পি আজ একাদশে থাকছেন না। যার পরিবর্তে তাকে দলে নেওয়া হয়েছিল, সেই ভুবনেশ্বর কুমার আজ একাদশে ফিরবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়