শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ১৪ মে, ২০১৮, ০১:০৭ রাত
আপডেট : ১৪ মে, ২০১৮, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাক স্বাধীনতারও একটা মাত্রা আছে: মাহাথির

লিহান লিমা: ‘ভুয়া সংবাদ’ এর বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মালয়েশিয়ার নব নির্বাচিত প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদ। তিনি বলেন, পাকাতান হারাপান দল বাকস্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতাকে সমর্থন করে, তবে তারও একটা মাত্রা আছে।

রোববার তিনি আরো বলেন, ভুয়া সংবাদ বিরোধী-আইনে এই সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেয়া হবে। তাহলে গণমাধ্যম এবং জনগণ ‘ভুয়া’ শব্দটি সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে। তবে যদি গণমাধ্যম সত্যের ওপর ভিত্তি করে প্রতিবেদন লিখে, এবং সরকার বিষয়টিতে অস্বস্তি বোধ করে, তাহলে আমরা কোন পদক্ষেপ নিব না, গণমাধ্যম এই স্বাধীনতা পাবে।

এর আগে নির্বাচনী প্রচারণায় সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ভুয়া সংবাদ বিরোধী আইন বিলোপের প্রতিশ্রুতি দিয়েছিল পাকাতান হারাপান ও তাদের কোয়ালিশন জোট, পিকেআর, ডিএপি, পিপিবিএম এবং আমান্নাহ। তাই মাহাথিরের নতুন এই আইন নিয়ে সমালোচনা করা হচ্ছে। সমালোচকরা বলছেন, বিদ্যমান আইন এই সমস্যা মোকাবেলা করার জন্য যথেষ্ঠ। অন্যদিকে নতুন প্রশাসন বলছে, বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে সাধারণ মানুষকে ভুয়া সংবাদ সম্পর্কে ধারণা দেয়ার জন্য কোন বিশেষ আইন এখন পর্যন্ত নেই।

আরটিএমএ দেয়া ২০ মিনিটের এই ভাষণে উঠে আসল মালয়েশিয়ার নতুন বাণিজ্য নীতিও। মাহাথির জানালেন, ব্যবসায়িক কার্যক্রম ব্যক্তিমালিকানাধীন হলেও সরকার এই বিষয়ে কড়া নজর রাখবে। বিশেষ করে মালয়েশিয়ায় বিদেশী বিনিয়োগকারীদের অবশ্যই পুঁজি এবং প্রযুক্তি আনয়ন করতে হবে এবং রপ্তানিযোগ্য পণ্যের ফ্যাক্টরি নির্মাণ করতে হবে। মাহাথির বলেন, আমরা বৃহত্তর নির্মাণ প্রকল্পে বিদেশী বিনিয়োগকারীদের স্বাগত জানাব, যা আমাদের নেই।

এই সময় ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেন মাহাথির। তিনি বলেন, ‘নতুন প্রশাসন দুর্নীতি-বিরোধী আন্দোলন ঘোষণা করবে। সরকারি কর্মকর্তারা মূল্যবান সামগ্রী উপহার হিসেবে নিতে পারবেন না। দুর্নীতি সহ্য করা হবে না। কোন সরকারী কর্মকর্তা হোক কিংবা মন্ত্রী যেই আইন ভঙ্গ করবে তাকেই শাস্তি পেতে হবে।’ তিনি আরো বলেন, ‘শুধুমাত্র ঘুষ গ্রহণকারীকেই শাস্তি দেয়া হবে না, যে দিবে তাকেও একই পরিণতি ভোগ করতে হবে।’ সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা ইস্যুতে মাহাথির বলেন, ‘যদি তদন্তে কোন অপরাধ খুঁজে পাওয়া যায় তাহলে নাজিব রাজাককে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। তবে কোন রকম প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না। সুশাসনের প্রতি সর্বোচ্চ নজর দেয়া হবে।’

এই সময় তিনি মালয়েশিয়দের সরকারের উদ্দেশ্য সম্পর্কে বিভ্রান্তিতে না ভোগার জন্য জনগণকে আহ্বান জানান। তিনি বলেন, আমাদের লক্ষ্য মালয়েশিয়াকে পরিশুদ্ধ করা এবং দেশের বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা। আমরা খুব দ্রুত কার্যক্রম শুরু করব। কারণ আমরা অন্যদেশগুলোর মত স্থবির ও ধীর হব না। স্ট্রেইট টাইমস, গার্ডিয়ান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়