জান্নাতুল ফেরদৌসী : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল। এসময় তারা রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
সোমবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে গণভবনে যান ২৬ সদস্যের প্রতিনিধি দলটি।
অস্ট্রেলিয়ায় ৩ দিনের সফর শেষে রোববার রাত ১২.৫০ মিনিটে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালেই রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন পরিদর্শনে আসা জাতিসংঘের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটির সঙ্গে বৈঠক করেন তিনি।
শনিবার বাংলাদেশে আসেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বপ্রাপ্ত পেরুর সাবেক প্রেসিডেন্ট গুস্তাভো মেজা-চুয়াদ্রার নেতৃত্বে গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে প্রতিনিধি দলটি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষংছড়ির তুমব্রুর কোনারপাড়া জিরো পয়েন্ট যান এবং রোহিঙ্গা শিবির পরিদর্শন করে। নো-ম্যানস ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিন দেখে তারা উখিয়ার বালুখালী-০২ ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেই অভিজ্ঞতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে ধরেন তারা।
প্রধানমন্ত্রী এ জন্য প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, শুধু মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছে, যা আগেও করেছে বাংলাদেশ।
পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে নিরাপত্তা পরিষদে যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি কারেন পিয়ার্স বলেন, এটি আমাদের ব্যর্থতা, আমরা মিয়ানমারের এই জাতিগত নিধনকে এড়িয়ে গেছি। সংকট সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মিয়ানমারকে চাপ দেবে এবং সমাধানে বাংলাদেশের পাশে থাকবে। এটা সুস্পষ্ট যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এ দায় এড়িয়ে যাবার সুযোগ নেই।
২৬ সদস্যের প্রতিনিধি দলটিকে নেতৃত্ব দিচ্ছেন নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি পেরুর গুস্তাভো মেজা-চুয়াদ্রা। সাক্ষাৎ শেষে আজই মিয়ানমারে যাবে নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলটি। সূত্র: যমুনা টিভি, চ্যানেল আই