শিরোনাম
◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ ◈ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব ◈ একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান (ভিডিও) ◈ তিন নেতার কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু এনসিপির ◈ ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৮, ০২:০৮ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৮, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে গ্রীষ্মকালীন সবজি উৎপাদন বেড়েছে

মতিনুজ্জামান মিটু : চলতি মৌসুমে দেশে গ্রীষ্মকালীন সবজির উৎপাদন বেড়েছে। চলতি ২০১৭-১৮ অর্থবছরে গ্রীষ্মকালীন সবজি উৎপাদন হয়েছে ৫১.৪৮৮৯৬ লাখ মেট্রিক টন। যা গত ২০১৬-১৭ অর্থবছরের চেয়ে ৫.১৩২ মেট্রিক টন বেশি। কৃষি সম্প্রসারণ অধিদফতরের সরেজমিন উইং এর কন্ট্রোল রুমের বরাতে কৃষি তথ্য সার্ভিসের ফার্ম ব্রডকাস্টিং অফিসার মোহাম্মদ গোলাম মাওলা জানান, ২০১৭-২০১৮ অর্থবছরে উৎপাদিত গ্রীষ্মকালীন সবজি এবারের লক্ষ্যমাত্রা এবং গত ২০১৬-১৭ অর্থবছরের অর্জিত উৎপাদনের চেয়ে বেশি।

এ বছর গ্রীষ্মকালীন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪৭.৬৪ লাখ মেট্রিক টন। গত ২০১৬-১৭ সালে দেশে ৪৬.৩৫৬ লাখ মেট্রিক টন গ্রীষ্মকালীন সবজি উৎপাদন হয়েছিল। ওই অর্থবছরের তুলনায় এবছর অর্থাৎ ২০১৭-১৮ অর্থবছরে গ্রীষ্মকালের সবজির হেক্টর প্রতি ফলনও বেড়েছে। ক্ষতিগ্রস্থ জমি বাদ দিয়ে এবছর হেক্টরে ফলন হয়েছে ১৬.৪০৩ মেট্রিক টন। গত ২০১৬-১৭ ফলন ছিল হেক্টরে ১৫ মেট্রিক টন। ওই মৌসুমে দেশে শীতকালিন ও গ্রীষ্মকালীন মিলিয়ে মোট ১৬০.৪২৩ লাখ মেট্রিক টন সবজি উৎপাদন হয়েছিল। যা ছিল ওই বছর অর্থাৎ ২০১৬-১৭ অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। এবছর ২০১৭-১৮ অর্থবছরে শীতকালিন ও গ্রীষ্মকালীন মিলিয়ে ১৬২.৫৯ লাখ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা গত বছরের চেয়ে বেশি। এর মধ্যে শীতকালীন সবজির ১১৪.৯৫ লাখ মেট্রিক টন। এই বছরে হেক্টর প্রতি উভয়কালের সবজি ফলনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ১৮.৭৩২ মেট্রিক টন। ২০১৫-২০১৬ অর্থবছরে দেশে সবজি ফলন ছিল হেক্টরে ১৮.৩৫৩ মেট্রিক টন। ২০১৬-১৭ সালে দেশে হেক্টর প্রতি সবজির ফলন ছিল ১৮.৭৯৬ মেট্রিক টন। ২০১৭-১৮ অর্থবছরে মোট ৮.৪২২ লাখ হেক্টর জমিতে উভয়কালের সবজি চাষ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়