শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৮, ০২:০৮ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৮, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে গ্রীষ্মকালীন সবজি উৎপাদন বেড়েছে

মতিনুজ্জামান মিটু : চলতি মৌসুমে দেশে গ্রীষ্মকালীন সবজির উৎপাদন বেড়েছে। চলতি ২০১৭-১৮ অর্থবছরে গ্রীষ্মকালীন সবজি উৎপাদন হয়েছে ৫১.৪৮৮৯৬ লাখ মেট্রিক টন। যা গত ২০১৬-১৭ অর্থবছরের চেয়ে ৫.১৩২ মেট্রিক টন বেশি। কৃষি সম্প্রসারণ অধিদফতরের সরেজমিন উইং এর কন্ট্রোল রুমের বরাতে কৃষি তথ্য সার্ভিসের ফার্ম ব্রডকাস্টিং অফিসার মোহাম্মদ গোলাম মাওলা জানান, ২০১৭-২০১৮ অর্থবছরে উৎপাদিত গ্রীষ্মকালীন সবজি এবারের লক্ষ্যমাত্রা এবং গত ২০১৬-১৭ অর্থবছরের অর্জিত উৎপাদনের চেয়ে বেশি।

এ বছর গ্রীষ্মকালীন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪৭.৬৪ লাখ মেট্রিক টন। গত ২০১৬-১৭ সালে দেশে ৪৬.৩৫৬ লাখ মেট্রিক টন গ্রীষ্মকালীন সবজি উৎপাদন হয়েছিল। ওই অর্থবছরের তুলনায় এবছর অর্থাৎ ২০১৭-১৮ অর্থবছরে গ্রীষ্মকালের সবজির হেক্টর প্রতি ফলনও বেড়েছে। ক্ষতিগ্রস্থ জমি বাদ দিয়ে এবছর হেক্টরে ফলন হয়েছে ১৬.৪০৩ মেট্রিক টন। গত ২০১৬-১৭ ফলন ছিল হেক্টরে ১৫ মেট্রিক টন। ওই মৌসুমে দেশে শীতকালিন ও গ্রীষ্মকালীন মিলিয়ে মোট ১৬০.৪২৩ লাখ মেট্রিক টন সবজি উৎপাদন হয়েছিল। যা ছিল ওই বছর অর্থাৎ ২০১৬-১৭ অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। এবছর ২০১৭-১৮ অর্থবছরে শীতকালিন ও গ্রীষ্মকালীন মিলিয়ে ১৬২.৫৯ লাখ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা গত বছরের চেয়ে বেশি। এর মধ্যে শীতকালীন সবজির ১১৪.৯৫ লাখ মেট্রিক টন। এই বছরে হেক্টর প্রতি উভয়কালের সবজি ফলনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ১৮.৭৩২ মেট্রিক টন। ২০১৫-২০১৬ অর্থবছরে দেশে সবজি ফলন ছিল হেক্টরে ১৮.৩৫৩ মেট্রিক টন। ২০১৬-১৭ সালে দেশে হেক্টর প্রতি সবজির ফলন ছিল ১৮.৭৯৬ মেট্রিক টন। ২০১৭-১৮ অর্থবছরে মোট ৮.৪২২ লাখ হেক্টর জমিতে উভয়কালের সবজি চাষ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়