আবু সুফিয়ান রতন : ক্র্যাব-অন্তর শোবিজ চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। আগামী ২৭ জুলাই ক্র্যাবের ‘মাদক ও জঙ্গি বিরোধী কনসার্ট-২০১৮’। কনসার্টে গান পরিবেশন করবেন সাবিনা ইয়াসমিন, বাপ্পী লাহিড়ি, শ্রেয়া ঘোষাল, শানসহ দেশী-বিদেশী শিল্পীরা।
বৃহস্পতিবার (২৬ এপ্রিল) ২০১৮ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাগর-রুনি ‘মিলনায়তনে মিট দ্যি প্রেস’ অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘মাদক ও জঙ্গি বিরোধী কনসার্ট-২০১৮’ আয়োজনের বিষয়ে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) ও দেশের অন্যতম ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অন্তর শোবিজ’র মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তিপত্রে ক্র্যাবের পক্ষে সাধারণ সম্পাদক জনাব সরোয়ার আলম ও অন্তর শোবিজের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব স্বপন চৌধুরী স্বাক্ষর করেন। এরপর স্বাক্ষরিত চুক্তিপত্র উভয় পক্ষের মধ্যে বিণিময় করা হয়। এসময় ক্র্যাবের সভাপতি জনাব আবু সালেহ আকন, সহ-সভাপতি জনাব মাসুম মিজান, অর্থ সম্পাদক জনাব আজিজুল হাকিম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক জনাব শাহরিয়ার আরিফ, দপ্তর সম্পাদক জনাব রুদ্র রাসেল, কার্যনির্বাহী সদস্য জনাব আলাউদ্দিন আরিফ ও জনাব খন্দকার হানিফ রাজাসহ ক্র্যাব সদস্যবৃন্দ, অন্তর শোবিজের ম্যানেজিং ডিরেক্টর নাসরিন চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মিট দ্যি প্রেস অনুষ্ঠানে জানানো হয়, আগামী ২৭ জুলাই ‘বসুন্ধরা এক্সপো জোন’- এ এই কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টে বাংলাদেশের প্রথিতযশা শিল্পী সাবিনা ইয়াসমিন, মাইলস ব্যান্ড গ্রুপসহ অন্যান্য খ্যাতনামা কন্ঠশিল্পী এবং ভারতের প্রথিতযশা শিল্পী বাপ্পী লাহিড়ি, শ্রেয়া ঘোষাল, অনুপম রায়, শান, উর্বশী রাউটুলা, মুম্বাই ড্যান্স গ্রুপসহ দেশী-বিদেশী জনপ্রিয় কন্ঠ শিল্পী ও নৃত্য শিল্পীরা উপস্থিত থাকবেন বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। বিশেষ কোন পরিস্থিতি বা যথাযথ কারণ ছাড়া কনসার্টের তারিখ ও ভেন্যু অপরিবর্তিত থাকবে। ক্র্যাব সদস্য ছাড়া অন্যরা নির্ধারিত টাকার বিণিময়ে টিকিট ক্রয় করে এই কনসার্ট উপভোগ করতে পারবেন। কনসার্টে অংশ নেওয়ার জন্য দেশি-বিদেশি স্বনামধন্য শিল্পীদের আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে বলেও ক্র্যাব ও অন্তর শোবিজ’র পক্ষ থেকে জানানো হয়।
অনুষ্ঠানে লিখিত বক্তব্যে জানানো হয়, ইতোমধ্যে এ বিষয়ে ক্র্যাবের পক্ষ থেকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তাঁরা কনসার্টের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। এ জন্য ক্র্যাবের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, জঙ্গিবাদ ও মাদক দেশের অন্যতম প্রধান সমস্যা। তরুণ-তরুণী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জঙ্গিবাদ ও মাদকে জড়িয়ে পরিবার ও সমাজ থেকে আলাদা হয়ে বিপথগামী হচ্ছে। তাদের কেউ কেউ ‘আত্মঘাতি’ হওয়ার সিদ্ধান্তও নিচ্ছে। পরিবারের একজন সদস্য মাদক বা জঙ্গিবাদে জড়ানোর কারনে গোটা পরিবার নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছে। জঙ্গি ও মাদক নির্মূল করতে জনসচেতনতা সৃষ্টির বিকল্প নেই। এ বিষয়টি উপলব্ধি করে দেশী-বিদেশী গণমাধ্যমে ঢাকায় কর্মরত অপরাধ বিষয়ক প্রতিবেদকদের একমাত্র সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে ‘ মাদক ও জঙ্গিবাদ বিরোধী কনসার্ট-২০১৮’ আয়োজনের উদ্যোগ নিয়েছে।