মোস্তাফিজার রহমান বাবলু, রংপুর: পারভীন খাতুন থেকে পলি রাণী। এরপরও রংপুরে এসে স্বামীর ঘরে ঠাঁই না পেয়ে এখন পুলিশি হেফাজতে রয়েছে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার গাড়াবেড় গ্রামের বাদুলি শেখের মেয়ে।
জানাযায়, গামেন্টে চাকুরীর সুবাদে পারভীনের পরিচয় হয় রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউপির তালুক কান্দি গ্রামের বিশ্বনাথের ছেলে বিধান রায়ের সঙ্গে। তারপর, নিজ ধর্ম ত্যাগ করে শাখা সিঁদুর পড়ে মন্দিরে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ঘর সংসারের দু’মাস পড়ে স্বামীর বাড়িতে চলে আসে পারভীন। কিন্তু স্বামীর প্রতারনায় হার মেনে এখন তিনি পীরগাছা থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
আরো পড়ুন : ‘নায়িকা বানিয়ে দেব; বিনিময়ে কী দেবে?’
ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগাছা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা( ওসি) সুরেশ চন্দ্র জানান, ১১দিন ধরে মেয়েটি তার স্বামীর বাড়িতে অবস্থান করেও ঠাই না পাওয়ায় হেফাজতে নেওয়া হয়েছে।
আরো পড়ুন : পাসপোর্টের সঙ্গে নাগরিকত্ব থাকা না থাকার সম্পর্ক নেই: ডিজি পাসপোর্ট