সজিব খান: পাসপোর্টের সঙ্গে নাগরিকত্ব থাকা না থাকার কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজওয়ান। বিদেশে অবস্থানকারী যেকোনও বাংলাদেশি পাসপোর্ট না থাকলেও দেশে ফিরতে পারেন বলেও জানান তিনি।
বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অধিদফতরের কনফারেন্স হলে তারেক রহমানের পাসপোর্ট বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আরো পড়ুন : ‘সব পুলিশ এমন হলে বদলে যেত বাংলাদেশ’
পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমানের কাছে এখন আর কোনও পাসপোর্ট নেই। তার কাছে যে পাসপোর্ট ছিল সেটা ২০১৪ সালে উনি জমা দিয়েছেন। এরপর নতুন করে পাসপোর্টের জন্য আর আবেদন করেননি। তবে পাসপোর্ট ছাড়াই তিনি কিভাবে যুক্তরাজ্যে অবস্থান করছেন সেটা সেদেশের সরকার জানেন।’
তিনি আরও বলেন, ‘তারেক রহমানকে এখন নতুন পাসপোর্ট নিতে হলে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লাগবে। কিন্তু জাতীয় পরিচয়পত্র তার নেই। এটা নিতে হলে অবশ্যই তাকে দেশে আসতে হবে। তবে পাসপোর্ট হারিয়ে গেলে বা মেয়াদোত্তীর্ণ হলেও যেকোনও বাংলাদেশি দেশে ফিরতে পারেন। সেক্ষেত্রে বাংলাদেশ অ্যামবেসির মাধ্যমে তারেক রহমানকে ট্র্যাভেল পাস নিতে হবে। তবে সরকার তাকে আনতে চাইলে কীভাবে আনবে এটা সরকারের ও আইনের ব্যাপার।’
আরো পড়ুন : ৯২ বছর বয়সে মাহাথিরের প্রত্যাবর্তন বেশ নাটকীয়!
তিনি বলেন, ‘তারেক রহমান সাজাপ্রাপ্ত আসামি। ১৯৭৬ সালের পাসপোর্ট আইন অনুযায়ী, কোনও মামলায় সাজার মেয়াদ দুই বছরের বেশি হলে আসামিকে পাসপোর্ট দেওয়া হয় না। আমরাও দেবো না। তবে কোনও আসামি সাজার আগেই পাসপোর্ট নিয়ে থাকলে তা ফেরত নেওয়া হয় না। তবে ওই আসামিকে দেশ ত্যাগ করতে দেওয়া হয় না।’ সূত্র: বাংলা ট্রিবিউন
আরো পড়ুন : চলতি মাসে প্রজ্ঞাপন না হলে আবারো আন্দোলন