নিজস্ব প্রতিবেদক: গতকাল বুধবার সিঙ্গাপুরের বিরুদ্ধে ১০-৮ গোলের জয় পেয়েছিল বাংলাদেশ। যুব অলিম্পিক হকির বাছাই পর্বের আজ বৃহস্পতিবারের খেলায় এবার কম্বোডিয়াকে ২০-০ গোলে হারিয়েছে বাংলাদেশের যুবারা। থাইল্যান্ডের ব্যাংককে বিকালে মালয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। ‘বি’ পুলে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ পাকিস্তান ও চাইনিজ তাইপে।
‘ফাইভ-এ-সাইড’ সংস্করণের এই টুর্নামেন্টে এদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭টি গোল করেছেন মোহাম্মদ আলম। এছাড়া ৪টি গোল করেছেন রকিবুল। সারোয়ার শাওন করেছেন ৩টি এবং ২টি করে গোল করেছেন প্রিন্স সামুন্দো ও মোহাম্মদ উদ্দিন। আর ১টি করে গোল করেছেন মোহাম্মদ মহসিন ও মোহাম্মদ মেহেদী।
বাছাইপর্বের সেরা দুই দল ২০১৮ সালের অক্টোবরে আর্জেন্টিনার বুয়েনস আয়ারসে যুব অলিম্পিকে খেলার সুযোগ পাবে।