শিরোনাম
◈ ভোটার উপস্থিতিই কি নির্বাচনকে গ্রহণযোগ্য বানায়? ◈ অ‌স্ট্রেলিয়ার বিগ ব‌্যাশ দল হোবার্ট হারিকেন্স কোচ রিশাদ হো‌সে‌নের প্রশংসায় পঞ্চমুখ  ◈ গায়ানার জর্জটাউনে চার্জ দ্য অ্যাফেয়ার্স বা ফার্স্ট সেক্রেটারি পর্যায়ের একটি নতুন কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্ত ◈ এবার ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়েছে ইংল্যান্ড! ◈ ‌তেরান‌কে এবার ইংল‌্যা‌ন্ডের হুম‌কি, কো‌নো অজুহাত ছাড়া পরমাণু কর্মসূচি বা‌তিল কর‌তে হ‌বে ◈ বাংলাদেশে গিয়ে আসামের মিঞাঁ মুসলমানদের ভোট দিতে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ◈ হা‌রিস রউফ পাকিস্তানের বিশ্বকাপ দলে না থাকায় বিস্মিত অ‌স্ট্রেলিয়ার ক্লার্ক ও ফিঞ্চ ◈ ভোটারদের মন জয় করতে প্রতিশ্রুতির প্রতিযোগিতা, বক্তব্যে উত্তাপ ◈ সাবেক ৩০ এমপির গাড়ি নিয়ে বিপাকে পড়ল এনবিআর ◈ গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে সরকারের মেয়াদ বাড়বে এমন তথ্য ভিত্তিহীন: প্রধান উপদেষ্টার প্রেস উইং

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৮, ০৫:৩৩ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৮, ০৫:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছোট টার্গেটে মুম্বাইয়ের নাটকীয় হার

স্পোর্টস ডেস্ক : বর্তমান টি-টুয়েন্টি ক্রিকেটে ১১৯ রানের টার্গেট খুব ছোটখাটোই বলা চলে। সেই লক্ষ্যে ছুটতে যেয়ে ৩১ রানে হেরে গেছে মুস্তাফিজদের মুম্বাই ইন্ডিয়ান্স। দলের নাটকীয় জয়ের দিনে টি-টুয়েন্টিতে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে চার হাজার রানের পাশাপাশি ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। ১১ ওভারে ৬১ রান তুলে ফেলা মুম্বাই অলআউট হয়েছে ৮৭ রানে, ১৮.৫ ওভারে।

গত কয়েক বছরে ধরে বোলিং অলরাউন্ডার হিসেবে সুনাম কুড়ানো হার্দিক পান্ডিয়া এদিন ভূতুড়ে ব্যাটিং করেছেন। আধুনিক যুগের এই টি-টুয়েন্টিতে ১৯ বল খেলে ৩ রান করেন তিনি! ১৮তম ওভারে আউট হওয়ার আগে রীতিমতো হাঁসফাঁস করছিলেন। হার্দিক আউট হওয়ার পর শেষ দুই ওভারে জয়ের জন্য ৩৪ রান দরকার পড়ে মুম্বাই ইন্ডিয়ান্সের। শেষ উইকেটে মোস্তাফিজ আর বুমরাহ সেটি পেরে ওঠেননি।

হায়দরাবাদ এদিন আগে ব্যাট করে ১১৮ রানে অলআউট হয়। মোস্তাফিজ দারুণ বল করেন। ৩.৪ ওভার হাত ঘুরিয়ে ১৮ রান দিয়ে এক উইকেট নেন।

বল করতে নেমে ব্যাট হাতে ব্যর্থ সাকিব বোলিংয়ে জ্বলে ওঠেন। শুরুতে রোহিত শর্মার (২) উইকেট নিয়ে টি-টুয়েন্টিতে ৩০০তম উইকেট দখল করেন। আগেই ব্যাটিংয়ে চার হাজার রান পূরণ করেন তিনি। এই ডাবলের কীর্তি আছে কেবল ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর।

সাকিব এদিন ৩ ওভার হাত ঘুরিয়ে ১৬ রান দিয়ে এক উইকেট নেন। সিদ্ধার্থ ৪ ওভারে ২৩ রান দিয়ে তিন উইকেট নেন। রিস্ট স্পিনার রশিদ খান ৪ ওভারে ১১ রান দিয়ে দুইজনকে ফেরান। ১.৫ ওভারে দুই উইকেট নেন বাসিল থাম্পি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়