শিরোনাম
◈ বিএনপি ক্ষমতায় এলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা: ঘোষণা তারেক রহমানের ◈ সে‌মিফাইনা‌লে হে‌রে বিশ্বকাপে তৃতীয় হ‌লো বাংলাদেশ, সোমবার ফাইনালে ভারতের মু‌খোমু‌খি চাইনিজ তাইপে ◈ সে‌মিফাইনা‌লে ইরান‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের ফাইনালে ভারত ◈ ফের রাজশাহীতে রেলপথ অবরোধ, ৬ ট্রেনের সিডিউল বিপর্যয় ◈ কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক, যে তথ্য জানালেন নাহিদ ইসলাম ◈ ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার ◈ গত ২৪ ঘণ্টায় ৯০ বারের বেশি ভূমিকম্প, সতর্ক থাকার পরামর্শ ◈ দণ্ডিত হাসিনা–কামালকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি ঢাকার ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: ভূমিকম্প আতঙ্কের মধ্যেই এবার ঘূর্ণিঝড়ের আভাস ◈ ভূমিকম্প আতঙ্ক : বিদ্যালয় বন্ধের বিষয়ে স্পষ্ট করলেন উপদেষ্টা

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৮, ০৩:৫৮ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৮, ০৩:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিটিআই ওপেনে ভালো করার প্রত্যয় সিদ্দিকুরের

নিজস্ব প্রতিবেদক : এশিয়ান ট্যুরের প্রতিযোগিতায় সময়টা ভালো যাচ্ছে না সিদ্দিকুর রহমানের। সর্বশেষ প্যানাসনিক ওপেনেও ছিটকে পড়েছেন দ্বিতীয় রাউন্ড থেকে। এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুরের প্রতিযোগিতা বিটিআই ওপেনে তাই নিজেকে মেলে ধরতে মরিয়া দেশ সেরা এই গলফার।

আজ মঙ্গলবার কুর্মিটোলা গলফ কোর্সে শুরু হবে বিটিআই ওপেন। ২০১১ সালে কুর্মিটোলাতে হওয়া এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুরের এই প্রতিযোগিতায় সেরা হয়েছিলেন সিদ্দিকুর। চলতি বছর জানুয়ারিতেও সেরা হয়েছিলেন তিনি। চেনা কোর্সে তৃতীয়বারের মতো সেরা হতে প্রত্যয়ী সিদ্দিকুর।

‘চেনা কোর্সে খেলতে নামব বলে ভীষণ রোমাঞ্চিত। শিরোপা ধরে রাখতেই খেলতে নামব। প্রস্তুতিও ভালো হয়েছে। এই টুর্নামেন্টে খেলে এশিয়ান ট্যুরের জন্য ভালো রকমের প্রস্তুতি হবে। তাছাড়া এটা শেষ হলে ১০-১২ দিন বিরতি পাব। নিজেকে তৈরি করতে সময় পাচ্ছি।’

৫০ লাখ টাকা প্রাইজমানির এই আসরে ১৭ টি দেশের মোট ১৩২ জন গলফার অংশ নিচ্ছে। সিদ্দিকুর ছাড়াও জামাল হোসেন মোল্লা, দুলাল হোসেন, শাখাওয়াত হোসেন সোহেলসহ বাংলাদেশের ৪৪ জন খেলবেন।

তরুণদের জন্য এই প্রতিযোগিতাকে মেলে ধরার প্লাটফর্ম বলেও মনে করেন ২০১৩ সালে সর্বশেষ এশিয়ান ট্যুরের শিরোপা জেতা সিদ্দিকুর।

“এশিয়ার সম্ভাবনাময় সব গলফার এই প্রতিযোগিতায় অংশ নেয়। তরুণদের নিজেদের মেলে ধরার প্লাটফর্ম এটি। আমাদের দেশের অন্য পেশাদার গলফার যারা আছে, তারাও মুখিয়ে এই সুযোগটা কাজে লাগতে।” বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়