শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৮, ০৩:৫৮ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৮, ০৩:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিটিআই ওপেনে ভালো করার প্রত্যয় সিদ্দিকুরের

নিজস্ব প্রতিবেদক : এশিয়ান ট্যুরের প্রতিযোগিতায় সময়টা ভালো যাচ্ছে না সিদ্দিকুর রহমানের। সর্বশেষ প্যানাসনিক ওপেনেও ছিটকে পড়েছেন দ্বিতীয় রাউন্ড থেকে। এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুরের প্রতিযোগিতা বিটিআই ওপেনে তাই নিজেকে মেলে ধরতে মরিয়া দেশ সেরা এই গলফার।

আজ মঙ্গলবার কুর্মিটোলা গলফ কোর্সে শুরু হবে বিটিআই ওপেন। ২০১১ সালে কুর্মিটোলাতে হওয়া এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুরের এই প্রতিযোগিতায় সেরা হয়েছিলেন সিদ্দিকুর। চলতি বছর জানুয়ারিতেও সেরা হয়েছিলেন তিনি। চেনা কোর্সে তৃতীয়বারের মতো সেরা হতে প্রত্যয়ী সিদ্দিকুর।

‘চেনা কোর্সে খেলতে নামব বলে ভীষণ রোমাঞ্চিত। শিরোপা ধরে রাখতেই খেলতে নামব। প্রস্তুতিও ভালো হয়েছে। এই টুর্নামেন্টে খেলে এশিয়ান ট্যুরের জন্য ভালো রকমের প্রস্তুতি হবে। তাছাড়া এটা শেষ হলে ১০-১২ দিন বিরতি পাব। নিজেকে তৈরি করতে সময় পাচ্ছি।’

৫০ লাখ টাকা প্রাইজমানির এই আসরে ১৭ টি দেশের মোট ১৩২ জন গলফার অংশ নিচ্ছে। সিদ্দিকুর ছাড়াও জামাল হোসেন মোল্লা, দুলাল হোসেন, শাখাওয়াত হোসেন সোহেলসহ বাংলাদেশের ৪৪ জন খেলবেন।

তরুণদের জন্য এই প্রতিযোগিতাকে মেলে ধরার প্লাটফর্ম বলেও মনে করেন ২০১৩ সালে সর্বশেষ এশিয়ান ট্যুরের শিরোপা জেতা সিদ্দিকুর।

“এশিয়ার সম্ভাবনাময় সব গলফার এই প্রতিযোগিতায় অংশ নেয়। তরুণদের নিজেদের মেলে ধরার প্লাটফর্ম এটি। আমাদের দেশের অন্য পেশাদার গলফার যারা আছে, তারাও মুখিয়ে এই সুযোগটা কাজে লাগতে।” বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়