শিরোনাম
◈ বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও বাংলাদেশি ড. সাইদুর রহমান ◈ বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ◈ জাপা-এনডিএফ প্রার্থীদের প্রার্থীতা কেন অবৈধ নয়: ইসির কাছে হাইকোর্টের ব্যাখ্যা তলব ◈ সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠক ইসির ◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম ◈ ভোটের মাঠে নেই নিবন্ধিত ৮ দল, বর্জনে কি অর্জন তাদের?

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৮, ০৩:৫৮ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৮, ০৩:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিটিআই ওপেনে ভালো করার প্রত্যয় সিদ্দিকুরের

নিজস্ব প্রতিবেদক : এশিয়ান ট্যুরের প্রতিযোগিতায় সময়টা ভালো যাচ্ছে না সিদ্দিকুর রহমানের। সর্বশেষ প্যানাসনিক ওপেনেও ছিটকে পড়েছেন দ্বিতীয় রাউন্ড থেকে। এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুরের প্রতিযোগিতা বিটিআই ওপেনে তাই নিজেকে মেলে ধরতে মরিয়া দেশ সেরা এই গলফার।

আজ মঙ্গলবার কুর্মিটোলা গলফ কোর্সে শুরু হবে বিটিআই ওপেন। ২০১১ সালে কুর্মিটোলাতে হওয়া এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুরের এই প্রতিযোগিতায় সেরা হয়েছিলেন সিদ্দিকুর। চলতি বছর জানুয়ারিতেও সেরা হয়েছিলেন তিনি। চেনা কোর্সে তৃতীয়বারের মতো সেরা হতে প্রত্যয়ী সিদ্দিকুর।

‘চেনা কোর্সে খেলতে নামব বলে ভীষণ রোমাঞ্চিত। শিরোপা ধরে রাখতেই খেলতে নামব। প্রস্তুতিও ভালো হয়েছে। এই টুর্নামেন্টে খেলে এশিয়ান ট্যুরের জন্য ভালো রকমের প্রস্তুতি হবে। তাছাড়া এটা শেষ হলে ১০-১২ দিন বিরতি পাব। নিজেকে তৈরি করতে সময় পাচ্ছি।’

৫০ লাখ টাকা প্রাইজমানির এই আসরে ১৭ টি দেশের মোট ১৩২ জন গলফার অংশ নিচ্ছে। সিদ্দিকুর ছাড়াও জামাল হোসেন মোল্লা, দুলাল হোসেন, শাখাওয়াত হোসেন সোহেলসহ বাংলাদেশের ৪৪ জন খেলবেন।

তরুণদের জন্য এই প্রতিযোগিতাকে মেলে ধরার প্লাটফর্ম বলেও মনে করেন ২০১৩ সালে সর্বশেষ এশিয়ান ট্যুরের শিরোপা জেতা সিদ্দিকুর।

“এশিয়ার সম্ভাবনাময় সব গলফার এই প্রতিযোগিতায় অংশ নেয়। তরুণদের নিজেদের মেলে ধরার প্লাটফর্ম এটি। আমাদের দেশের অন্য পেশাদার গলফার যারা আছে, তারাও মুখিয়ে এই সুযোগটা কাজে লাগতে।” বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়