শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৮, ১২:৩৩ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৮, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির প্রয়াত মহাসচিবের পুত্রকে বাড়ি থেকে বের করে দিয়েছে পুলিশ

জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ : বিএনপি’র প্রয়াত মহাসচিব অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেনের জৈষ্ঠপুত্র খোন্দকার আকবর হোসেন বাবলুকে তার বাড়ি থেকে বের করে দিয়েছে পুলিশ। তিনি অভিযোগ করে বলেন, সোমবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় ধুলন্ডী গ্রামে তার নবনির্মিত বাড়িতে সাংবাদিকদের দাওয়াত দিয়েছিলেন। সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত হওয়ার কথা ছিলো। কিন্তু পুলিশ তার এই আয়োজন পন্ড করে দিয়েছে এবং তাকে তার স্ত্রী, শিশুপুত্রসহ কাজের মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছেন।

পুলিশের এই আচরণকে তিনি মানবাধিকার লঙ্ঘন বলে মনে করেন। তিনি বলেন, আমন্ত্রিত ও বাড়ির লোকজনদের জন্য দুপুরের খাবারের সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছে। অথচ খাবার সময় তার স্ত্রী, শিশু সন্তান ও কাজের মেয়েকে নিয়ে বাড়ি ছাড়তে বাধ্য হলেন।

জেলা বিএনপি’র কৃষিবিষয়ক সম্পাদক ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, এটি কোন রাজনৈতিক সভা, সমাবেশ ছিল না। সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতে পুলিশের বাঁধা, এটি চরম অন্যায়। এটি মানবাধিকার লঙ্ঘন। তিনি বলেন, পুলিশের এই আচরণে তার শিশুপুত্র কান্না করছিল।

তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ডিএসবি থেকে ফোনে তার কাছে জানতে চায় তার বাসায় কি অনুষ্ঠান। তিনি বলেন, তার বাসায় কোন অনুষ্ঠান নেই। তিনি ব্যক্তিগতভাবে তার বাড়িতে সাংবাদিকদের দাওয়াত করেছেন। এর পর একে একে মানিকগঞ্জ থেকে ডিবি পুলিশ, ঘিওর থেকে থানা পুলিশ তার বাড়িতে যায় এবং দুপুর বারটিার দিকে তারা তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। একপর্যায়ে তাকে ডিবি পুলিশের মাইক্রোবাসে বসিয়ে রাখা হয়। কিছুক্ষণ আটক রাখার পর তাকে ছেড়ে দেয় এবং মানিকগঞ্জ থেকে চলে যেতে বাধ্য করে। পুলিশের দুটি গাড়ী পেছন থেকে তারা করে তাদের প্রাইভেট কারকে ১০ কিলোমিটার দুরে মানিকগঞ্জের শেষ সীমান্তে দিয়ে আসেন।

মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী বলেন, বিএনপি’র প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জৈষ্ঠপুত্র খোন্দকার আকবর হোসেন বাবলু প্রেসক্লাবের সদস্যদের দাওয়াত করেছিলেন। সেই অনুযায়ী প্রেসক্লাবের সদস্যদের জানিয়ে দেয়া হয়। বেশ কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত হয়েছিলেন। কিন্তু সকাল ১১টার দিকে তিনি জানান অনিবার্যকারণে দুপুরের খাবার অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ জানান, গোয়েন্দা সূত্রে তারা জানতে পেরেছেন, খোন্দকার আকবর হোসেন বাবলু তার বাড়িতে সভা করবেন এবং ঢাকা আরিচামহাসড়ক অবরোধ করবেন। জনস্বার্থে পুলিশ কর্তৃপক্ষ তাকে অনুষ্ঠান করতে নিষেধ করেছেন।

উল্লেখ্য, ড. খোন্দকার আকবর হোসেন বাবলুর পিতা প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন মানিকগঞ্জ-১ আসন থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং জাতীয় সংসদের চীফ হুইপের দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপি’র মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। ড. খোন্দকার আকবর হোসেন বাবলু এই আসনে বিএনপি’র মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়