শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৮, ১২:১০ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০১৮, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরীরচর্চার ভিডিও ভাইরাল হওয়ায় সৌদিতে নারীদের ফিটনেস কেন্দ্র বন্ধ

সৌদিআরবে এক নারীর শরীরচর্চার ভিডিও ভাইরাল হওয়ায় নারীদের ফিটনেস কেন্দ্র বন্ধ করে দেয়া হয়েছে। শুক্রবার প্রকাশিত ওই ভিডিওটিতে দেখা যায়, ‘চুল খোলা এক নারী আটঁসাট পোশাক পরে শরীরচর্চা করছেন।’

দেশটির ক্রীড়া বিভাগের কর্মকর্তা ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পরামর্শক তুর্কি আল শেখ এক টুইট বার্তায় বলেন, ‘এই ধরণের ভিডিও প্রকাশিত হওয়ার বিষয়টি মেনে নেয়া যায় না। এ ভিডিওটি ছড়িয়ে পড়ায় জনসাধারণ তার নৈতিক অবস্থান থেকে সরে যেতে পারে।’ এছাড়া তিনি ওই শরীরচর্চা কেন্দ্রটির লাইসেন্স বাতিল করার জন্য দ্রুত নির্দেশ দিবে বলে হুমকি দেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পেছনের কারণ অনুসন্ধান করতে হবে বলে জানান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

রাজকীয় আদালতের গণমাধ্যম বিষয়ক পরামর্শক সৌদ আল কাহাতানি জিম টুইটারে বলেন, ‘সৌদিআরব কোন রকম নৈতিক অবস্খলন ছাড়া সহনশীলতায় বিশ্বাসী।’

উল্লেখ্য, গত জুন থেকে নারীদের প্রথমবারের মত গাড়ি চালানোর অনুমতি দেয়া হয়। বর্তমানে দেশটির সরকার নারীদের খেলার জন্য বিশেষভাবে অনুমতি দিয়েছে। মেয়েদের জন্য শারীরিক শিক্ষা বাধ্যতামূলক করা হয়। যদিও খেলাসহ অন্যান্য সকল মাধ্যমেই অংশগ্রহণের সময় নারীর সাথে একজন পুরুষ সদস্য থাকতে হবে এই নিয়ম বলবৎ রয়েছে। এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়