সান্দ্রা নন্দিনী: মার্কিন নির্বাচনে রুশ সম্পৃক্ততা তদন্তে গঠিত রবার্ট মুলারের স্পেশাল কমিটির লক্ষ্যে তিনি ছিলেন না বলে গত কয়েক সপ্তাহ আগে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছিলেন মার্কিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টেইন। রুশ সম্পৃক্ততা তদন্তের সাথে সম্পৃক্ত একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
রোজেনস্টেইনের সঙ্গে গত ১২ এপ্রিলের বৈঠকের পর ট্রাম্প তার উপদেষ্টাদের জানিয়েছিলেন, মুলারের তদন্ত কমিটির লক্ষ্যে থাকা কাউকেই বরখাস্ত করেননি তিনি।
মার্কিন বিচার বিভাগের কাছ থেকে ট্রাম্প-কোমি বৈঠকের বিষয়ে কোনকিছু জানা জায়নি। অন্যদিকে, হোয়াইট হাউজের পক্ষ থেকেও এবিষয়ে কোনও তথ্য দিতে অস্বীকৃতি জানানো হয়।
২০১৬সালের মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় রুশ সম্পৃক্ততা তদন্তে রবার্ট মুলারের স্পেশাল কমিটি গঠন করা হয়। যদিও রাশিয়া ও ট্রাম্প বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। রয়টার্স