শিরোনাম
◈ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ: ২০টি গ্রেডে কার বেতন কত বাড়ছে? ◈ সেনাপ্রধানের নির্বাচন নিয়ে নতুন বার্তা ◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৮, ০২:১৩ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০১৮, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত, চীন এবং নেপাল ঘনিষ্ঠ বন্ধু : বেইজিং

লিহান লিমা: ভারত, চীন এবং নেপাল ঘনিষ্ঠ বন্ধু বলে মন্তব্য করেছে বেইজিং। বৃহস্পতিবার বেইজিংয়ে নেপালি পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গায়ওয়ালির সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে মতবিনিময়ের সময় চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই মন্তব্য করেন ।

ওয়াং ই বলেন, ‘চীন বিশ্বাস করে, নেপাল ভারত ও চীনের মধ্যে সম্পর্কের ভারসাম্য বজায় রাখে। আমরা তিন প্রতিবেশি দেশ নদী ও পবর্তের দ্বারা সুসজ্জিত। আমরা ঘনিষ্ঠ বন্ধু এবং সহযোগি, যার পরিবর্তন হবে না।’

চীন জানায়, ‘হিমালয়ের মধ্য দিয়ে ভারত, নেপাল ও চীনের মধ্যে অর্থনৈতিক করিডর তিন দেশকে সংযোগ করবে।’ ওয়াং বলেন, ‘বেইজিং বিশ্বাস করে, তিন দেশের মধ্যে অর্থনৈতিক করিডর স্থাপনে নেপাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সহযোগিতা তিন দেশেরই উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সহায়ক।’ ওয়াং আরো বলেন, ‘নেপালের উন্নয়নে সহায়তা করা চীন এবং ভারত দুই দেশের জন্যই স্বাভাবিক বিষয়। দুই উদীয়মান অর্থনীতিক শক্তিরই দেশেরই প্রতিবেশি দেশকে সহায়তা করা উচিত। এর ফলে, ভৌগলিক অবস্থানকে কাজে লাগিয়ে নেপাল নিজের বৃহত্তর উন্নয়ন করতে পারবে।

জবাবে নেপালি পররাষ্ট্রমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ দফা নীতির ভিত্তিতে দু’পক্ষের সম্পক প্রতিষ্ঠিত হয়েছের্ । এই সময় তিনি নেপালের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখ-তাকে সম্মান করায় এবং নেপালের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা দেওয়ায় চীনকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, ‘নেপাল এক চীন নীতিতে অবিচল থাকবে।’

প্রসঙ্গত, সম্প্রতি ইন্টারনেট পরিসেবার জন্য চীনা অপটিক্যাল ফাইবার ব্যবহার করছে নেপাল। এর আগে দেশটি ইন্টারনেটের জন্য শুধুমাত্র ভারতের ওপর নির্ভরশীল ছিল। ইকোনোমিক টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়