শিরোনাম
◈ ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের ৪টি স্টেশনে ফাটল, খসে পড়েছে টাইলস ◈ ৩২ ঘণ্টায় চার ভূমিকম্প: ঢাকায় বড় কম্পনের শঙ্কা বাড়ছে ◈ ঢাকায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই ঝুঁকিপূর্ণ, বড় ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা ◈ ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা ◈ উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড: আধিপত্যের লড়াইয়ে বাড়ছে খুন-খারাপি ও চাঁদাবাজি ◈ ভূমিকম্পে ফাঁটল: আতঙ্কে ছাত্রাবাস ছেড়ে সড়কে রাত কাটাচ্ছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বকশিবাজারে আলিয়া মাদরাসায় ২ গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও) ◈ ভারত আইনগতভাবে হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য: নিরাপত্তা বিশ্লেষক মুনিরুজ্জামান ◈ ভূমিকম্পে মৃত্যু: ছেলেকে হারিয়ে নিজেকেই দায়ী করছেন মা নিপা ◈ মুশফিককে কেন রেকর্ড গড়ার সুযোগ দেওয়া হয়নি, ব্যাখ্যা দিলেন আশরাফুল

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৮, ০২:১৩ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০১৮, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত, চীন এবং নেপাল ঘনিষ্ঠ বন্ধু : বেইজিং

লিহান লিমা: ভারত, চীন এবং নেপাল ঘনিষ্ঠ বন্ধু বলে মন্তব্য করেছে বেইজিং। বৃহস্পতিবার বেইজিংয়ে নেপালি পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গায়ওয়ালির সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে মতবিনিময়ের সময় চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই মন্তব্য করেন ।

ওয়াং ই বলেন, ‘চীন বিশ্বাস করে, নেপাল ভারত ও চীনের মধ্যে সম্পর্কের ভারসাম্য বজায় রাখে। আমরা তিন প্রতিবেশি দেশ নদী ও পবর্তের দ্বারা সুসজ্জিত। আমরা ঘনিষ্ঠ বন্ধু এবং সহযোগি, যার পরিবর্তন হবে না।’

চীন জানায়, ‘হিমালয়ের মধ্য দিয়ে ভারত, নেপাল ও চীনের মধ্যে অর্থনৈতিক করিডর তিন দেশকে সংযোগ করবে।’ ওয়াং বলেন, ‘বেইজিং বিশ্বাস করে, তিন দেশের মধ্যে অর্থনৈতিক করিডর স্থাপনে নেপাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সহযোগিতা তিন দেশেরই উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সহায়ক।’ ওয়াং আরো বলেন, ‘নেপালের উন্নয়নে সহায়তা করা চীন এবং ভারত দুই দেশের জন্যই স্বাভাবিক বিষয়। দুই উদীয়মান অর্থনীতিক শক্তিরই দেশেরই প্রতিবেশি দেশকে সহায়তা করা উচিত। এর ফলে, ভৌগলিক অবস্থানকে কাজে লাগিয়ে নেপাল নিজের বৃহত্তর উন্নয়ন করতে পারবে।

জবাবে নেপালি পররাষ্ট্রমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ দফা নীতির ভিত্তিতে দু’পক্ষের সম্পক প্রতিষ্ঠিত হয়েছের্ । এই সময় তিনি নেপালের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখ-তাকে সম্মান করায় এবং নেপালের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা দেওয়ায় চীনকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, ‘নেপাল এক চীন নীতিতে অবিচল থাকবে।’

প্রসঙ্গত, সম্প্রতি ইন্টারনেট পরিসেবার জন্য চীনা অপটিক্যাল ফাইবার ব্যবহার করছে নেপাল। এর আগে দেশটি ইন্টারনেটের জন্য শুধুমাত্র ভারতের ওপর নির্ভরশীল ছিল। ইকোনোমিক টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়